ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ব্রাজিলের ক্লাবে ডাক পাওয়া আকন্দের চোখে বড় স্বপ্ন

‘প্রয়োজনে জমি বন্ধক রেখে টাকা জোগাড় করব’

রফিকুল ইসলাম | প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ২৩ জানুয়ারি ২০২৩

ব্রাজিলের আলো-বাতাস নতুন নয় তার কাছে। ২০১৯ সালে যে পাঁচ কিশোর ফুটবলার ব্রাজিলে গিয়ে দেশটির বিখ্যাত গামা ক্লাবে এক মাস প্রশিক্ষণ নিয়ে এসেছিলেন, তার একজন নাজমুল আকন্দ। এবার আকন্দের সামনে দ্বিতীয়বার পেলে-নেইমারদের দেশে যাওয়ার সুযোগ।

সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষ দিকেই সাও পাওলোর উদ্দেশে রওয়ানা দেবেন মোহামেডানের ২০ বছর বয়সী এই ডিফেন্ডার। ব্রাজিলের অন্যতম শহর সাও পাওলোর তৃতীয় বিভাগের ক্লাব সালতোর আমন্ত্রণে এবার ব্রাজিল যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন রংপুরের পীরগঞ্জের এ যুবক।

জাগো নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নাজমুল আকন্দ ব্রাজিল থেকে ফিরে তার ক্লাব মোহামেডানের জার্সিতেই আবার খেলার ইচ্ছা প্রকাশ করেছেন।

জাগো নিউজ: দ্বিতীয়বার ব্রাজিল যাওয়ার হাতছানি আপনার সামনে। কেমন লাগছে?
নাজমুল আকন্দ: যে কোনো ফুটবলারের জন্য ব্রাজিল স্বপ্নের দেশ। সেখানে একবার ট্রেনিং করে এসেছি। আবার যাওয়ার সুযোগ এখন আমার সামনে। খুব ভালো লাগছে।

জাগো নিউজ: এবারের সুযোগটা কীভাবে আসলো?
নাজমুল আকন্দ: সাও পাওলোর তৃতীয় বিভাগের ক্লাব সালতো আমাকে ট্রায়ালে আমন্ত্রণ জানিয়েছে। ট্রায়াল দিতেই আমি ব্রাজিল যাওয়ার প্রস্তুতি নিচ্ছি।

জাগো নিউজ: কতদিনের ট্রায়াল দিতে যাচ্ছেন ওই ক্লাবে?
নাজমুল আকন্দ: তিন মাসের ট্রায়াল হবে। যদি ট্রায়ালে টিকে যাই, তাহলে আমার সঙ্গে তারা চুক্তি করবে।

জাগো নিউজ: পারিশ্রমিক নিয়ে কোনো আলোচনা হয়েছে?
নাজমুল আকন্দ: আমাকে আগে ট্রায়ালে টিকতে হবে। টিকলে যখন চুক্তিপত্র হবে, তখন পারিশ্রমিক নিয়ে আলোচনা হবে।

জাগো নিউজ: এখন ব্রাজিল যাওয়া, ভিসাসহ অন্যান্য খরচ-এগুলো কি ওই ক্লাব দেবে?
নাজমুল আকন্দ: এখন আমাকে নিজেই টিকিটের টাকাসহ অন্যান্য খরচ ব্যবস্থা করতে হবে। যদি ট্রায়ালে টিকে যাই, তাহলে টিকিটের টাকাটা ক্লাব দিয়ে দেবে বলেছে।

জাগো নিউজ: তাহলে ভিসার কী অবস্থা?
নাজমুল আকন্দ: ক্লাবটি আমাকে যে অফার লেটার দিয়েছে, সেটা দিয়ে আমি এরই মধ্যে ভিসা করে ফেলেছি। বৃহস্পতিবার আমি ভিসাসহ পাসপোর্ট নিয়ে এসেছি।

জাগো নিউজ: ভিসার টাকাটা তো নিজেকেই দিতে হয়েছে, তাই না?
নাজমুল আকন্দ: না। এই টাকাটা আমাকে আমার ক্লাব মোহামেডান দিয়েছে। ভিসা করতে ৯ হাজার ৬০০ টাকা লেগেছে।

জাগো নিউজ: টিকিটে কেমন টাকা লাগতে পারে?
নাজমুল আকন্দ: আমি খোঁজ নিয়েছি কাতার এয়ারওয়েজে। ২ লাখ ৫৫ হাজার টাকা লাগবে যাওয়া-আসার টিকিটের দাম।

জাগো নিউজ: টিকিটের টাকাটা ব্যবস্থা হয়েছে?
নাজমুল আকন্দ: মন্ত্রী স্যার (যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী) আশ্বাস দিয়েছেন, তিনি কিছু একটা করবেন। সেই অপেক্ষায়ই আছি।

জাগো নিউজ: যদি পাওয়া না যায়?
নাজমুল আকন্দ: তাহলে আমি জমি-জমা বন্ধক রেখে টিকিটের টাকা ব্যবস্থা করবো।

জাগো নিউজ: ট্রায়াল কবে নাগাদ শুরু হবে এবং আপনাকে কবে যেতে বলেছে?
নাজমুল আকন্দ: আমাকে বলেছে জানুয়ারির মধ্যে গেলেই ভালো। তাহলে ওদের অনূর্ধ্ব-২০ একটা টুর্নামেন্ট আছে সেটা খেলতে পারবো ট্রায়াল শুরুর আগে।

জাগো নিউজ: আপনি তো জাতীয় বয়সভিত্তিক দলেও খেলেছেন, তাই না?
নাজমুল আকন্দ: আমি ২০১৭ সালে অনূর্ধ্ব-১৬ এএফসির টুর্নামেন্টে খেলেছি কাতারে। ওইবার আমরা কাতারকে হারিয়েছিলাম। এরপর ২০১৯ সালে বাহরাইনে এএফসি অনূর্ধ্ব-১৯ টুর্নামেন্ট খেলেছি।

জাগো নিউজ: মোহামেডানের আগে কোন কোন ক্লাবে খেলেছেন?
নাজমুল আকন্দ: সাইফ স্পোর্টিং ক্লাব, আরামবাগ ক্রীড়া সংঘ ও বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে ওয়ান্ডারার্সে খেলে মোহামেডানে যোগ দিয়েছি।

জাগো নিউজ: ব্রাজিল থেকে ফিরে কোন ক্লাবে খেলতে চান?
নাজমুল আকন্দ: ব্রাজিল থেকে যখনই ফিরি, তখন মোহামেডানেই খেলতে চাই। ক্লাবটির সঙ্গে আমর তিন বছরের চুক্তি আছে।

জাগো নিউজ: রংপুরের পীরগঞ্জে কোথায় বাড়ি আপনার?
নাজমুল আকন্দ: আমার বাড়ি রংপুরের পীরগঞ্জের একবারপুর গ্রামের দক্ষিণপাড়ায়।

জাগো নিউজ: ধন্যবাদ।
নাজমুল আকন্দ: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/এএসএম