ভূমিকম্পে ক্ষতিগ্রস্তদের পাশে রোনালদো, সই করা জার্সি নিলামে
তুরস্ক-সিরিয়ায় প্রলয়ংকরী ভূমিকম্পে নিহতের সংখ্যা ১৯ হাজার ছাড়িয়েছে। কেবল তুরস্কেই মারা গেছেন ১৫ হাজারের ওপর। সৃষ্টি হয়েছে মানবিক বিপর্যয়।
অসহায় তুরস্কের পাশে দাঁড়াচ্ছেন পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী পর্তুগিজ ফুটবল সুপারস্টার ক্রিশ্চিয়ানো রোনালদো। তার সই করা জার্সি নিলামে তোলার অনুমোদন দিয়েছেন সময়ের অন্যতম সেরা ফুটবলার।
Az önce @Cristiano ile konuştum.
— Merih Demiral (@Merihdemiral) February 7, 2023
Türkiye'de yaşananlara çok üzüldüğünü söyledi. Ronaldo'nun koleksiyonumdaki imzalı formasını açık artırma usulüyle satışa çıkarıyoruz.
Açık artırmadan elde edilecek gelirin tamamı deprem bölgesinde kullanılmak üzere @ahbap 'a bağışlanacaktır. pic.twitter.com/OwnU93oShJ
নিলাম থেকে প্রাপ্ত অর্থ তুরস্কের আর্ত মানুষের ত্রাণকার্যে লাগানো হবে। এমনটাই জানিয়েছেন তুরস্কের ফুটবলার মেরিহ ডেমিরাল।
রোনালদোর সঙ্গে জুভেন্টাসে একটা সময় খেলেছেন ডেমিরাল। তার সংগ্রহে থাকা জার্সি কাজে লাগানো যায় কি না, সেই অনুমতি নিতে ফোন দিয়েছিলেন।
টুইটারে ডেমিরাল লিখেছেন, ‘আমার সঙ্গে ক্রিশ্চিয়ানোর কথা হয়েছে। তুরস্কের দুরবস্থার কথা শুনে রোনালদো খুবই ভেঙে পড়েছে। আমার কাছে রোনালদোর সই করা একটা জার্সি রয়েছে। সেই জার্সি নিলামে বিক্রি করা হবে। নিলাম থেকে প্রাপ্ত অর্থ ভূমিকম্পপীড়িত অঞ্চলের আর্ত মানুষের ত্রাণকার্যে ব্যবহার করা হবে।’
Saat 15.00 itibariyle açık artırmalarda formalara verilen en yüksek teklifler @vefakuzu ve @Mehmettumbull tarafından verilmiştir ve aşağıdaki şekildedir.
— Merih Demiral (@Merihdemiral) February 8, 2023
Tekliflerinizi bugün saat 22.00'a kadar @TeamDemiral ve [email protected] üzerinden iletebilirsiniz. pic.twitter.com/UbTuOaSGO4
শুধু রোনালদো নন, ডেমিরাল আরেকটি টুইটে জানিয়েছেন, তার সাবেক জুভেন্টাস সতীর্থ আর্জেন্টাইন পাওলো দিবালা এবং ইতালির লিওনার্দো বোনুচ্চির জার্সিও নিলামে তোলা হচ্ছে।
এমএমআর/জেআইএম