মা সুস্থ হলেই ফুটবলে ফিরে আসবো: আঁখি খাতুন
মায়ের অসুস্থতার কারণে জাতীয় দলের ক্যাম্প থেকে তিনদিনের ছুটি নিয়ে জানুয়ারির প্রথম সপ্তাহে সিরাজগঞ্জের বাড়িতে যান অভিজ্ঞ ডিফেন্ডার আঁখি খাতুন। কিন্তু তারপর আর ক্যাম্পে ফেরেননি।
ছুটি শেষে ক্যাম্পে যোগ না দেওয়ায় বাফুফে কারণ দর্শানো নোটিশও দিয়েছে তাকে। কিন্তু আঁখি বাফুফের চিঠির কোনো জবাব দেননি। আঁখিও জানেন না, তিনি কবে ফিরতে পারবেন ফুটবলে। বুধবার সিরাজগঞ্জ থেকে তিনি জাগো নিউজকে বলেছিলেন, মা সুস্থ হলেই আবার ফুটবলে ফিরে আসবেন।
ক্যাম্পে অনুপস্থিতি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশের পর সাফজয়ী এই নারী ফুটবলার নিজের ফেসবুক পেজে তার অবস্থান ব্যাখ্যা করে স্ট্যাটাস দিয়েছেন। সেখানেও তিনি বলেছেন, তার মা সুস্থ হলেই ক্যাম্পে ফিরে আসবেন। তিনি সবাইকে মায়ের জন্য দোয়া করতে অনুরোধ করেছেন।
পাঠকের জন্য ফেসবুক পেজে আঁখির দেওয়া স্ট্যাটাসটি তুলে দেওয়া হলো-
আসসালামু আলাইকুম।
আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আমি আঁখি খাতুন। বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের একজন গর্বিত সদস্য। দীর্ঘদিন যাবত বাংলাদেশ নারী ফুটবল দলের বিভিন্ন বয়স ভিত্তিকসহ জাতীয় দলের হয়ে খেলে আসছি। নারী ফুটবল দলের হয়ে অনেক সাফল্যের সাক্ষী হতে পেরে আমি খুবই আনন্দিত এবং গর্বিত।
আমার আজকের আঁখি খাতুন হয়ে ওঠার পেছনে আপনারা যেমন পাশে ছিলেন এবং পাশে আছেন ঠিক তেমনি আমার মা বাবা ও পরিবারের সাহস, সহযোগিতা ও অনুপ্রেরণা ছাড়া আমি ফুটবলার আখি হতে পারতাম না।
উপরের ছবিতে আমার পাশে যাকে দেখছেন তিনি আমার মা। যিনি আমাকে প্রচন্ড ভালবাসেন। সেই মাকে আমি ছোটবেলা থেকেই পেটে ঘা এবং জরায়ু সমস্যায় অসুস্থ দেখে আসছি। আমার ফুটবল ক্যারিয়ারের শুরু থেকেই আমি প্রতিদিন ফুটবল খেলতে যেতাম মাকে অসুস্থ অবস্থায় বাসায় রেখে।
আমার পরিবারে আমার বাবা ও ভাই ছাড়া মায়ের সেবা করার মতো কোনো নারী সদস্য নেই। ফুটবলের প্রতি গভীর টান ও ভালোবাসা ছিল বলেই অসুস্থ মাকে বাসায় রেখে প্রতিদিন ছুটে যেতাম ফুটবল মাঠে। বর্তমানে আমার মায়ের অবস্থা বেশি ভালো নয়। এই মুহূর্তে মায়ের পাশে থাকাটা আমার খুবই প্রয়োজন এবং আমি আমার মায়ের সেবায় নিয়োজিত আছি। তাই আমি কিছুদিন যাবত ফুটবল থেকে একটু দূরে আছি।
বর্তমানে সিরাজগঞ্জের একটি প্রাইভেট হাসপাতালে ডাক্তার রাশিদা খাতুনের অধীনে মায়ের চিকিৎসা চলছে। খুব শীঘ্রই মায়ের অপারেশন হবে। আমার মায়ের জন্য আপনাদের কাছে আকুতি জানাচ্ছি, আমার মায়ের জন্য আপনারা সবাই দোয়া করবেন। আমার মা যেন দ্রুত সুস্থ হয়ে উঠেন।
ইনশাল্লাহ আমার মা সুস্থ হয়ে উঠলে আমি আবারো মাঠে ফিরে আসবো। কারণ ফুটবলের প্রতি রয়েছে আমার গভীর ভালবাসা। এই ফুটবলই আমাকে আজকের আঁখি খাতুন বানিয়েছে।
সর্বশেষে মিডিয়ার ভাইয়াদের প্রতি আমার আকুল আবেদন, আপনারা আমার এবং আমার মায়ের বর্তমান অবস্থা না জেনে, আমার মতামত না নিয়ে যেকোননো ধরনের খবর প্রকাশ থেকে বিরত থাকুন।
আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।
আঁখি খাতুন
ফুটবলার, বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
আরআই/এমএমআর/জিকেএস