ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সৌদির ঐতিহ্যবাহী সাজে নজর কাড়লেন রোনালদো

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:৪১ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০২৩

বিশ্বের অন্যতম স্টাইলিশ ফুটবলার। ক্রিশ্চিয়ানো রোনালদোকে কোন পোশাকে মানায় না! সৌদি আরবের ঐতিহ্যবাহী জুব্বা-ডাগলাহ পরে, তলোয়াড় হাতে যে বেশ নিলেন পর্তুগিজ তারকা, তাতেও একদম মানিয়ে গেলো। তিনি যে ফুটবলের যুবরাজ!

সৌদি আরবের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে রোনালদোকে যেন সে দেশের নাগরিকই মনে হচ্ছিল। এমআরসুল পার্কে দিনটি উদযাপন করে তার ক্লাব আল নাসর।

সৌদির ঐতিহ্যবাহী সাজে নজর কাড়লেন রোনালদো

৩৮ বছর বয়সী রোনালদো হাজির হন পুরোপুরি আরব্য সাজে। তার পরনে ছিল সাদা রংয়ের জুব্বা। যা সৌদি আরবের জাতীয় পোশাক হিসেবে পরিচিত।

সৌদির ঐতিহ্যবাহী সাজে নজর কাড়লেন রোনালদো

জুব্বার উপর সোনালি রংয়ে মোড়ানো ডাগলাহ পরেন পাঁচবারের ব্যালন ডি'অরজয়ী ফুটবলার। এরপর তলোয়ার হাতে নিয়ে সৌদির ঐতিহ্যবাহী আরদা নাচে অংশ নেন তিনি। কাঁধে ছিল সৌদি আরবের সবুজ পতাকা।

সৌদির ঐতিহ্যবাহী সাজে নজর কাড়লেন রোনালদো

উদযাপনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে রোনালদো লেখেন, ‘সৌদি আরবকে প্রতিষ্ঠা দিবসের শুভেচ্ছা। আল নাসরে এই উদযাপনে অংশ নেওয়া বিশেষ এক অভিজ্ঞতা ছিল।’

এমএমআর/জেআইএম