ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আর কত অধঃপতন হবে বাংলাদেশ ফুটবলের?

ক্রীড়া প্রতিবেদক | প্রকাশিত: ০৭:৪৪ পিএম, ২৮ মার্চ ২০২৩

ফিফা র‌্যাংকিং নামতে নামতে ১৯২-এ গিয়ে ঠেকেছে। র‌্যাংকিংটাকে অনেক সময় বড় করে দেখতে চান না বাংলাদেশ ফুটবল ফেডারেশনের কর্তাব্যক্তিরা। বাংলাদেশ দল ভালো করছে, করবে-এমন আশ্বাস তারা দিয়ে আসছেন বছরের পর বছর। আদতে সেটা কবে?

পূর্ব আফ্রিকার দেশ সিশেলস। ফিফা র‌্যাংকিংয়ে ১৯৯ নম্বরে থাকা দলটির বিপক্ষে খেলতে নামার আগেও কত প্রস্তুতি! সৌদি আরবের মদিনায় চলে গেলো জাতীয় ফুটবল দল।

সেখানে গিয়ে দুটি ম্যাচ খেললো। দারুণ প্রস্তুতি হয়ে গেলো। এবার দেশে এসে ঝলক দেখানোর পালা।

প্রথম ম্যাচে সিশেলসের বিপক্ষে জয়ও পেলো বাংলাদেশ। কিন্তু সেই জয় কতটা স্বস্তির ছিল, যারা খেলে দেখেছেন তারা বলতে পারবেন। ১-০ গোলের কষ্টার্জিত জয়ে দ্বিতীয়ার্ধে রীতিমত ছন্নছাড়া দেখা গেছে ফুটবলারদের। সেটাও এক ম্যাচে হতে পারে।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ দল ঘুরে দাঁড়াবে, দুর্বল সিশেলসের বিপক্ষে শক্তিমত্তা প্রকাশ করবে, সেই আশায় মাঠে গিয়েছিলেন দর্শকরা। সেই দর্শকরা কী নিয়ে ফিরেছেন?

সিলেট জেলা স্টেডিয়ামে ১৯৯ নম্বর দল সিশেলসের কাছে ১-০ গোলে হেরেছে লাল-সবুজ জার্সিধারীরা। মাঠ ছাড়ার সময় ‘ছিঃ ছিঃ’ করছিলেন দর্শকরা। তাদের সবার একটাই প্রশ্ন- বাংলাদেশের ফুটবলের আর কত অধঃপতন হবে?

আসলেই তো! আর কত অধঃপতন হবে? ১৯৯ নম্বর দলের সাথেও এখন পারে না বাংলাদেশ। তার চেয়েও ভয়ংকর একটি অভিযোগ আছে, বাংলাদেশের ফুটবলাররা কি আসলেই তাদের সেরাটা দিয়ে খেলেছেন?

ঘরোয়া ফুটবলে প্রায় কোটি টাকার চুক্তি। সামনে বাংলাদেশ প্রিমিয়ার লিগের দ্বিতীয় পর্ব। জাতীয় দলের জার্সিতে ফুটবলাররা পা বাঁচিয়ে খেলেছেন, পুরোনো সেই অভিযোগ আবারও উঠেছে।

খেলার ধরন দেখলে এমন অভিযোগকে উড়িয়ে দেওয়া যাবে না। নাহলে দুর্বল সিশেলসের সঙ্গেও কেন এমন পারফরম্যান্স দেখতে হবে? কবে দেশের জার্সি গর্বে গায়ে জড়িয়ে সর্বস্ব উজার করে লড়বেন ফুটবলাররা? আর কত অধঃপতন হলে টনক নড়বে সংশ্লিষ্টদের?

এমএমআর/এমএস