ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লিভারপুলের জালে ‘একহালি’ ম্যানসিটির

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:২৩ পিএম, ০১ এপ্রিল ২০২৩

এবারের মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগ কিংবা অন্য যে কোনো টুর্নামেন্ট, লিভারপুল যেন বুড়ো এক সিংহ। গলায় আওয়াজ নেই, নখ-দন্তের কোনো ধার নেই। যার ফলে একের পর এক হার এবং টুর্নামেন্ট থেকে বিদায়। ইংলিশ প্রিমিয়ার লিগে তো সেরা চারে থাকারও সম্ভাবনা নেই এবার।

তবুও, ম্যানচেস্টার সিটির বিপক্ষে লিভারপুলের ম্যাচ মানেই বিশেষ কিছু। টানটান উত্তেজনা। অন্যরকম হাইপ। এমন এক হাইভোল্টেজ ম্যাচ খেলতে ম্যানসিটির মাঠ ইত্তিহাদ স্টেডিয়ামে গিয়েছিলো অলরেডরা। কিন্তু স্বাগতিকরা তাদেরকে স্বাগত জানিয়েছে ৪-১ গোলের বিশাল এক পরাজয় উপহার দিয়ে।

বিশাল এই জয় সত্ত্বেও শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে ম্যানসিটির পয়েন্টের ব্যবধান ৫। ২৮ ম্যাচ শেষে গানারদের পয়েন্ট ৬৯। অন্যদিকে ৬৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ম্যানসিটি। আর লিভারপুল ২৭ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে রয়েছে ৬ষ্ঠ স্থানে।

৪২ গোল করা আর্লিং হালান্ডকে ছাড়াই লিভারপুলের বিপক্ষে মাঠে নামতে হয়েছে ম্যানসিটিকে। তবুও, এতবড় ব্যবধানে জয় পেপ গার্দিওলার শিষ্যদের!

সিটির মাঠে কিন্তু প্রথম গোল দিয়েছিলো লিভারপুলই। ম্যাচের ১৭তম মিনিটের মাথায় প্রথম গোল করেন মোহাম্মদ সালাহ। কিন্তু প্রথমে গোল দিয়ে লিড নেয়ার পর সেই লিড ধরে তো রাখতে পারেইনি, উল্টো আরও চারটি গোল হজম করতে হয়েছে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

২৭ মিনিটেই গোল পরিশোধ করে দেয় ম্যানসিটি। গোলদাতা ছিলেন আর্জেন্টাইন তারকা হুলিয়ান আলভারেজ। ১-১ গোলে প্রথমার্ধের বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধ শুরু হতে না হতেই গোল করে বসে ম্যানসিটি। ৪৬তম মিনিটে এই গোলটি আসে কেভিড ডি ব্রুইনের কাছ থেকে।

৫৩ মিনিটে ব্যবধান ৩-১ করে ফেলেন জার্মান তারকা ইলকায় গুন্ডোগান। এরপর ম্যাচের ৭৪তম মিনিটে লিভারপুলের পরাজয়ের কফিনে শেষ পেরেক ঠুকে দেন জ্যাক গ্রিলিশ।

আইএইচএস/