ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

সবার সহযোগিতা নিয়ে দায়িত্ব পালন করবো

রফিকুল ইসলাম | প্রকাশিত: ১০:০৭ পিএম, ১৭ এপ্রিল ২০২৩

মো. আবু নাইম সোহাগ ফিফা কর্তৃক দুই বছরের জন্য নিষিদ্ধ হওয়ার পর সোমবার জরুরি সভা করে ইমরান হোসেন তুষারকে ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

ইমরান হোসেন তুষার ২০১৭ সাল থেকে বাফুফের প্রটোকল ম্যানেজার হিসেবে চাকরি করছিলেন। ২০১৮ সাল থেকে তিনি দায়িত্ব পালন করছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের ব্যক্তিগত সহকারী হিসেবে।

১৭ এপ্রিল সোমবার থেকেই বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক দায়িত্ব শুরু হলো ইমরান হোসেন তুষারের। ৩৪ বছর বয়সী তুষার বান্দুরা হলিক্রস স্কুল থেকে মাধ্যমিক ও মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাশ করেন।

পরে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব) থেকে বিবিএ ও এমবিএ পাশ করেন। ২০১১ সাল থেকে একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছেন। এক বছর বিদেশেও (সংযুক্ত আরব আমিরাত) ছিলেন। বাফুফের গুরুত্বপূর্ণ পদে নিয়োগ পাওয়ার পর জাগো নিউজকে দেওয়া তাৎক্ষণিক সাক্ষাৎকার দিয়েছেন ইমরান হোসেন তুষার

জাগো নিউজ: বাফুফের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হওয়ার জন্য আপনাকে অভিনন্দন।
তুষার: আপনাকে ধন্যবাদ।

জাগো নিউজ: কখন বুঝতে পারছিলেন, আপনি দায়িত্ব পেতে যাচ্ছেন?
তুষার: সভার আগে আমার কাছে জানতে চাওয়া হয়েছিল আমি দায়িত্ব পালন করবো কিনা। তখন বুঝেছি।

জাগো নিউজ: বাফুফেতে অনেক দিন ধরে আছেন। অনেক অভিজ্ঞতাও হয়েছে। তারপরও আপনি দায়িত্বটাকে চ্যালেঞ্জ হিসেবে দেখছেন কিনা?
তুষার: যে কোনো দায়িত্বই চ্যালেঞ্জের। তবে আমি সবার সহযোগিতা নিয়ে আমার ওপর অর্পিত দায়িত্ব নিষ্ঠা ও সততার সঙ্গে পালন করবো।

জাগো নিউজ: আজ দায়িত্ব পেলেন। কাল থেকে দায়িত্ব পালন শুরু হবে। আপনার প্রথম কাজ কী হবে?
তুষার: এই ঘটনায় বাফুফের ওপর মানুষের বিশ্বাস নষ্ট হয়েছে। সেটা ফিরিয়ে আনতে হবে। ভাবমূর্তি রক্ষাই হবে আমার প্রথম চ্যালেঞ্জ।

জাগো নিউজ: বাফুফের আগের (নিষিদ্ধ) সাধারণ সম্পাদক তার কক্ষের দরজা বন্ধ রাখতেন। গণমাধ্যমকর্মীদের তিনি কক্ষে অ্যালাউ করতেন না। আপনার দরজা বন্ধ থাকবে কিনা?
তুষার: না। আমি সবাইকে চিনি ও জানি। আমার রুমের দরজা বন্ধ থাকবে না।

জাগো নিউজ: ব্যক্তিগত জীবন নিয়ে যদি কিছু বলেন।
তুষার: আমি এক পুত্র সন্তানের জনক। তার বয়স ১ বছর ৪ মাস।

জাগো নিউজ: কখনও ফুটবল খেলেছেন?
তুষার: ইউনিভার্সিটিতে খেলেছি।

জাগো নিউজ: ধন্যবাদ।
তুষার: আপনাকেও ধন্যবাদ।

আরআই/এমএমআর/এমএস