মার্টিনেজের ঢাকা সফরের অগ্রগতি জানা যাবে আগামী সপ্তাহে
আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজের ঢাকা সফর নিয়ে বিস্তারিত জানা যাবে আগামী সপ্তাহে। মার্টিনেজের ভারত ও বাংলাদেশ সফরের উদ্যোক্তা শতদ্রু দত্ত আগামী সপ্তাহে ঢাকায় সংবাদ সম্মেলন করে বিশ্বের সেরা এ গোলরক্ষকের সফর সম্পর্কে বিস্তারিত তুলে ধরবেন।
বুধবার শতদ্রু দত্ত জাগো নিউজকে বলেছেন, ‘আগামী ৩১ মে বুধবার আমি ঢাকায় আসছি। পরের দিন বৃহস্পতিবার সংবাদ সম্মেলন আয়োজন করে সব জানাবো আশা করছি।’
মার্টিনেজের ঢাকা সফরের জন্য স্পন্সর চূড়ান্ত হয়ে গেছে বলেও বুধবার জানিয়েছেন শতদ্রু দত্ত।
সবকিছু ঠিক থাকলে ৩ জুলাই ঢাকায় আসছেন মার্টিনেজ। মার্টিনেজের সফরসূচিতে কি থাকবে সেটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিতেই ঢাকায় আসছেন শতদ্রু দত্ত।
৩৬ বছর অপেক্ষার পর গত বছর কাতারে বিশ্বকাপ জিতেছে মেসির আর্জেন্টিনার। যাদের হাত ধরে ম্যারাডোনার দেশের এই সাফল্য তাদের মধ্যে অন্যতম কারিগর এমিলিয়ানো মার্টিনেজ।
এই বিশ্বকাপের পরই বাংলাদেশ ও আর্জেন্টিনার মধ্যে তৈরি হয়েছে সুসম্পর্ক। আর্জেন্টাইন এই গোলরক্ষক ভালো করেই জানেন বাংলাদেশে তাদের অগণিত সমর্থক রয়েছে। তাই নিজে থেকেই এ দেশে আসার ইচ্ছে পোষণ করেছেন তিনি।
আরআই/আইএইচএস/জিকেএস