ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইংল্যান্ডের সেরা প্রতিভাকে দলে ভেড়ালো রিয়াল মাদ্রিদ

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৫ জুন ২০২৩

করিম বেনজেমা চলে যাওয়ার পর বড় একটা শূন্যতা তৈরি হয় রিয়াল মাদ্রিদে। তার এই জায়গাটা কাকে দিয়ে পূরণ করা হবে? শোনা গিয়েছিলো, হ্যারি কেইনকে কিনতে পারে রিয়াল। তবে, প্রায় ক্যরিয়ার শেষ করে ফেলা একজনকে না নিয়ে ইংল্যান্ডের অন্যতম সেরা প্রতিভাকেই দলে ভিড়িয়ে নিলো লজ ব্লাঙ্কোজরা।

কাতার বিশ্বকাপেই নিজেকে প্রমাণ করেছিলেন জুড বেলিংহ্যাম। ইংল্যান্ডের হয়ে প্রথম ম্যাচেই করেছিলেন গোল। শুধু গোল নয়, পুরো বিশ্বকাপেই তিনি দেখান কিভাবে বল নিয়ন্ত্রণে নিয়ে প্রতিপক্ষের বিপক্ষে খেলা পরিচালনা করতে হয়।

এরপর থেকেই ১৯ বছর বয়সী এই মিডফিল্ডারকে দলে নিতে উঠেপড়ে লাগে ইউরোপের বড় বড় ক্লাবগুলো। ম্যানইউ, লিভারপুলের সঙ্গে পাল্লা দিয়ে সেই দৌড়ে সফল স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। বরুশিয়া ডর্টমুন্ড থেকে ইংলিশ এই মিডফিল্ডারকে দলে ভেড়ানোর বিষয়টি বুধবার নিশ্চিত করেছে রিয়াল।

এক-দুই বছর নয়, ছয় বছরের চুক্তিতে বেলিংহ্যামকে দলে টেনেছে রিয়াল। যদিও এই ৬ বছরের জন্য রিয়ালকে কত খরচ গুনতে হচ্ছে তা আনুষ্ঠানিকভাবে জানায়নি কোনো পক্ষই।

কিন্তু খবর তো আর চাপা থাকে না। ইংলিশ গণমাধ্যমে আসল খবর বেরিয়ে গেছে। বেলিংহামের জন্য ১০৩ মিলিয়ন ইউরো খরচ করেছে রিয়াল। এছাড়া বোনাস বাবদ বেলিংহাম পাবেন আরো ৩০ মিলিয়ন ইউরো।

যদি তা-ই হয়, তাহলে রিয়ালের কেনা দ্বিতীয় সর্বোচ্চ দামি খেলোয়াড় এখন বেলিংহাম। এখনো রিয়ালের সবচেয়ে দামি খেলোয়াড় ইডেন হ্যাজার্ড। ২০১৯ সালে চেলসি থেকে ১১৫ মিলিয়নে ইউরোতে রিয়ালে এসেছিলেন বেলজিয়ান এই তারকা। এ মৌসুমেই রিয়াল ছেড়ে গেছেন তিনি।

বেলিংহামের ক্যারিয়ার শুরু ইংলিশ ক্লাব বার্মিংহাম সিটিতে। এক মৌসুম এই ক্লাবে খেলে ২০২০ সালে পাড়ি জমান বরুশিয়া ডর্টমুন্ডে। ৩০ মিলিয়ন ইউরোর বিনিময়ে তাকে দলে টানে জার্মান ক্লাবটি। তাতেই ফুটবল ইতিহাসে সবচেয়ে দামি ১৭ বছর বয়সী খেলোয়াড় বনে যান তিনি।

বরুশিয়াতে গিয়েই নিজের ক্যারিশমা দেখাতে থাকেন। সেখানে নজরকাড়া নৈপুণ্য দেখিয়ে এবার এলেন ইউরোপের সবচেয়ে সফলতম দলে। বেলিংহাম যোগ হওয়ায় রিয়ালের মাঝমাঠ এখন আরো ভারসাম্যপূর্ণ। অভিজ্ঞ টনি ক্রুস ও লুকা মদরিচের সঙ্গে ফেদে ভালভের্দে, দানি সেবাওস, এডুয়ার্ডো কামাভিঙ্গা, অরিলিয়েঁ চুয়ামেনির সঙ্গে বেলিংহাম ভিন্নমাত্রা যোগ করবেন।

বেলিংহামের আগে এসি মিলান থেকে ব্রাহিম দিয়াজ এবং রায়ে ভায়েকানো থেকে লেফট ব্যাক ফ্রান গার্সিয়াকে দলে টেনেছে লজ ব্লাংকোজরা।

আইএইচএস/এএসএম