ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

সাবিনাদের শুভকামনা ছোটনের, থাকবেন গ্যালারিতে

বিশেষ সংবাদদাতা | প্রকাশিত: ০৭:৫৮ পিএম, ১২ জুলাই ২০২৩

দেশের নারী ফুটবলের অবিচ্ছেদ্য নাম গোলাম রব্বানী ছোটন। নারী ফুটবলের সব সাফল্যের কারিগর তিনি। সেই ছোটনকে ছাড়াই আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামছে বাংলাদেশ নারী জাতীয় ফুটবল দল।

মে মাসের শেষ দিকে হঠাৎ করেই বাফুফের চাকরি ছেড়ে দিয়েছেন ছোটন। তার পদত্যাগপত্র গৃহীত হওয়ার পর এখন সাবিনাদের ডাগআউট সামলাবেন দীর্ঘদিন ছোটনের সহকারী হিসেবে থাকা মাহবুবুর রহমান লিটু। আগামীকাল (বৃহস্পতিবার) ও রোববার অনুষ্ঠেয় নেপালের বিপক্ষে দুই ম্যাচ সিরিজের জন্য লিটুকে প্রধান কোচের দায়িত্ব দিয়েছে বাফুফে।

২০০৯ সাল থেকে নারী ফুটবলের দায়িত্বে গোলাম রব্বানী ছোটন। পরের বছর ঢাকায় অনুষ্ঠিত এসএ গেমসে ছোটনের নেতৃত্বে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় বাংলাদেশের।

মাঝে ২০১৩ সালে ঢাকায় অনুষ্ঠিত এশিয়ান কাপ কোয়ালিফাইং রাউন্ডের তিন ম্যাচে তিনি দায়িত্ব পালন করেননি বাফুফের নারী ফুটবল কমিটির সঙ্গে মনমালিন্যের কারণে।

বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল ২০১০ সাল থেকে গত বছর সেপ্টেম্বর পর্যন্ত ৪৮টি ম্যাচ খেলেছে। ২০১৩ সালের ওই তিন ম্যাচ ছাড়া বাকি ৪৫ ম্যাচেই ডাগাউটে ছিলেন ছোটন।

ছোটনবিহীন বাংলাদেশ নেপালের বিপক্ষে খেলতে নামবে বৃহস্পতিবার। কেমন লাগছে দীর্ঘদিন বাফুফের নারী ফুটবল ক্যাম্প সামলানো এই কোচের?

জাগো নিউজকে গোলাম রব্বানী ছোটন বলেন, ‘আমার ভালোই লাগছে। খারাপ লাগছে না। আমি দলকে শুভকামনা জানাই। গত সেপ্টেম্বরে নেপালে ভালো পারফম্যান্স করে এই মেয়েরা চ্যাম্পিয়ন হয়েছে। আশা করি, পারফরম্যান্সের সেই ধারাবাহিকতা বজায় রাখতে পারবে ওরা।’

আপনি মেয়েদের এই ম্যাচ দেখবেন কি না? এমন প্রশ্নে ছোটনের জবাব, ‘অবশ্যই আমি এই ম্যাচ দেখবো। তবে টিভিতে না। আমি স্টেডিয়ামের গ্যালারিতে বসেই সাবিনাদের খেলা দেখবো।’

দীর্ঘদিন ছিলেন দায়িত্বে, কোনো কিছু মিস করছেন কি না? গোলাম রব্বানী ছোটন বলেন, ‘দেখেন, কোনো টুর্নামেন্ট বা আন্তর্জাতিক ম্যাচের আগে আপনাদের (সাংবাদিকদের) ফেস করতে হতো। কে কী প্রশ্ন করবেন, তার একটা ধারণা নিয়ে তিনদিন আগে থেকেই প্রস্তুতি নিতে থাকতাম। এখন আর সেটা করতে হচ্ছে না (হাসি)।’

আরআই/এমএমআর/জিকেএস