ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

রিয়ালের জয়ের দিনে রোনালদোর রেকর্ড ছুঁলেন বেলিংহাম

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০২:১২ পিএম, ২৬ আগস্ট ২০২৩

জুড বেলিংহাম, বরুশিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর রীতিমত মুগ্ধতা ছড়াচ্ছেন। বরুশিয়ায় তিন বছরে ৯২ ম্যাচে ইংলিশ এই মিডফিল্ডার করেছিলেন ১২ গোল। রিয়ালে ৩ ম্যাচেই করে ফেলেছেন ৪টি।

শুক্রবার রাতে সেল্টা ভিগোর মাঠে গিয়ে ১-০ গোলের কষ্টার্জিত জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৮১ মিনিটে জয়সূচক গোলটি করেন বেলিংহাম।

এ নিয়ে লা লিগায় অভিষেকের পর চলতি মৌসুমে দলের তিন ম্যাচেই গোল পেলেন বেলিংহাম। যা এরই মধ্যে তাকে ইতিহাসেও জায়গা করে দিয়েছে। টানা ম্যাচে গোল করার কৃতিত্বে বেলিংহাম ছুঁয়ে ফেলেছেন ক্রিশ্চিয়ানো রোনালদোকে।

২০০৯ সালে ম্যানচেস্টার ইউনাইটেড রোনালদোকে নিয়ে এসেছিল রিয়াল মাদ্রিদ। রিয়ালের জার্সিতে প্রথম ম্যাচ থেকেই তিনি গোল করা শুরু করেন। অভিষেকের পর থেকে টানা ৩ ম্যাচে ৪ গোল করে হইচই ফেলে দেন রোনালদো। পর্তুগিজ যুবরাজের পথেই যেন হাঁটছেন বেলিংহাম।

গতকালের আগপর্যন্ত রোনালদোই ছিলেন সর্বশেষ ফুটবলার, যিনি রিয়ালের হয়ে নিজের প্রথম তিন ম্যাচে ৪ গোল করেছেন। শুক্রবার রাতে সেল্টা ভিগোর বিপক্ষে গোল করে রোনালদোকে ছুঁয়ে ফেলেছেন বেলিংহাম।

বেলিংহামকে নিয়ে উচ্ছ্বসিত রিয়াল কোচ কার্লো আনচেলত্তিও। তিনি বলেন, ‘বেলিংহাম খুবই ভালো করছে। সে গোল করে যাচ্ছে এবং দলে অবদান রাখছে। বল পায়ে না থাকার সময়ও সে দারুণভাবে নিজের প্রভাব রাখছে। সে খুবই বুদ্ধিমান এবং তার টাইমিংও দুর্দান্ত।’

এমএমআর/এমএস