ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

পিছিয়ে পড়েও কোনোমতে জয় রিয়াল মাদ্রিদের

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১০:৫৯ এএম, ০৩ সেপ্টেম্বর ২০২৩

ঘরের মাঠে গেটাফের বিপক্ষে শুরুতেই পিছিয়ে পড়েছিলো রিয়াল মাদ্রিদ। কার্লো আনচেলত্তির কপালে চিন্তার ভাঁজ স্পষ্ট হয়ে উঠেছিলো। প্রথমার্ধে ঘরের মাঠেও কোনো সুবিধা করতে পারেনি লজ ব্লাঙ্কোজরা।

তবে, দ্বিতীয়ার্ধে গিয়ে পরিকল্পনায় পরিবর্তন আনেন কোচ আনচেলত্তি। যার ফল হাতেনাতেই পেয়ে যায় তারা। দ্বিতীয়ার্ধ শুরুতেই গোল। এরপর একেবারে শেষ মুহূর্তে ইংলিশ তারকা জুদ বেলিংহ্যামের গোলে ২-১ ব্যবধানে গেটাফেকে হারিয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়তে পেরেছে রিয়াল মাদ্রিদ।

এই জয়ে চলতি মৌসুমের শুরুতে এখনও পর্যন্ত টানা জয়ের মধ্যে থাকলো রিয়াল মাদ্রিদ। এখনও পর্যন্ত ৪ ম্যাচ খেলে চারটিতেই জয় তাদের। পূর্ণ ১২ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকলো কার্লো আনচেলত্তির শিষ্যরা।

৩ ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অ্যাটলেটিকো মাদ্রিদ, জিরোনা এবং বার্সেলোনা। ৪ ম্যাচে ৭ পয়েন্ট করে নিয়ে পঞ্চম এবং ষষ্ঠ স্থানে রয়েছে ক্যাদিজ ও রিয়াল বেটিস।

এই ম্যাচের প্রথমার্ধে রিয়ালের মনে ছিল পরাজয়ের শঙ্কা। দ্বিতীয়ার্ধে পরাজয় থেকে পয়েন্ট হারানোর শঙ্কা দেখা দিয়েছিলো। কারণ, ৪৭তম মিনিটে সমতায় ফিরলেও ম্যাচ এগিয়ে যাচ্ছিলো ড্র হওয়ার দিকে। ১-১ গোলে ড্র নিয়েই যেন মাঠ ছাড়ার অপেক্ষায় ছিল সবাই। কিন্তু ফুটবল গোলের খেলা। ২ সেকেন্ডেই পরিবর্তন হতে পারে দৃশ্যপট।

যার ফলে দেখা গেলো, ইনজুরি সময়ে এসে বাজিমাত করেছে রিয়াল। খেলার শেষ বাঁশি বাজার ঠিক আগ মুহূর্তে, ৯০+৫ মিনিটে জয়সূচক গোলটি করেন জুদ বেলিংহ্যাম। এরপর আর ঘুরে দাঁড়ানোর সুযোগ পায়নি গেটাফে। বরুশিয়া ডর্টমুন্ড থেকে রিয়ালে যোগ দেয়ার পর চার ম্যাচে ৫ গোল করলেন এই ইংলিশ তারকা।

ম্যাচের ১১তম মিনিটেই জোরজা মায়োরাল গোল করে এগিয়ে দেন গেটাফেকে। ঘরের মাঠে শুরুতেই গোল হজম করে যেন স্তব্ধ হয়ে গেছে রিয়াল সমর্থকরা। প্রথমার্ধে আর কোনো গোলই হলো না। আক্রমণ আর পাল্টা আক্রমণ চালিয়েও গোলের দেখা পেলেন না আনচেলত্তির শিষ্যরা। বিশেষ করে গেটাফে গোলরক্ষক ডেভিড সোরিয়ার অসাধারণ গোলকিপিংয়ের কারণে গোল বঞ্চিত থাকতে হয় রিয়ালকে।

প্রথমার্ধে রেফারিং নিয়েও সন্তুষ্ট ছিল না রিয়াল মাদ্রিদ খেলোয়াড়রা। তারা রেফারির বেশ কয়েকটি সিদ্ধান্তের বিরোধীতা জানায়। এমনকি একটি সম্ভাব্য পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয় লজ ব্লাঙ্কোজদের। অথচ, বেলিংহ্যামকে উল্টো ফাউলের জন্য দায়ী করেন। রিয়াল খেলোয়াড়দের দাবির মুখে ভিএআর দেখে ফাউল হয়নি নিশ্চিত হওয়ার পরও পেনাল্টি দেননি রেফারি।

কিন্তু দ্বিতীয়ার্ধের পরেই আক্রমণের ধার বাড়িয়ে গোল আদায় করে নেয় রিয়াল। ৪৭ তম মিনিয়ে বক্সের মধ্যে একটি লুজ বল পেয়েই মাদ্রিদকে সমতায় ফেরান হোসেলু।

টানা চাপের মধ্যে রেখেও গোল আদায় করতে পারছিলো না রিয়াল। তাদের নতুন সংস্কার করা সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়াম কানায় কানায় পূর্ণ ছিল এদিন। ৯০০ মিলিয়ন ইউরো ব্যায় করে স্টেডিয়াম সংস্কার করা হয় এবং পুরো স্টেডিয়ামকে ইনডোর করে ফেলারও সিস্টেম তৈরি করা হয়। যাতে বৃষ্টিতে মাঠ ভিজতে না পারে। অর্থ্যাৎ, বৃষ্টির সময় পুরো মাঠ ছাদ ঢেকে করে দেয়া যাবে। সমর্থকরাও হতাশ হয়ে যাচ্ছিলো গোল না দেখে।

শেষ পর্যন্ত বেলিংহ্যামের গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল মাদ্রিদ।

আইএইচএস/