চ্যাম্পিয়নস লিগ
৭ গোলের ম্যাচে বায়ার্নের জয়, ওনানার ভুলেই হারলো ইউনাইটেড!
চ্যাম্পিয়নস লিগের হাইভোল্টেজ ম্যাচে এমন শিশুসুলভ ভুল করে বসলেন ম্যানচেস্টার ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানা! শেষ পর্যন্ত তার এই ভুলই কি কাল হলো ইউনাইটেডের?
বুধবার রাতে চ্যাম্পিয়নস লিগের গ্রুপপর্বের ম্যাচে ইউনাইটেডকে ৪-৩ গোলে হারিয়েছে বায়ার্ন মিউনিখ। ২৮ মিনিটে বায়ার্নের এগিয়ে যাওয়া গোলটি ছিল ম্যানইউ গোলরক্ষক ওনানার ভুলে। বল তার হাত ফসকে জালে জড়িয়ে যায়।
এটি সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের টানা তৃতীয় হার। ইংলিশ ক্লাবটি ম্যাচে তিন বা তার বেশি গোলও হজম করল টানা তিন ম্যাচে, যা ক্লাবটির ইতিহাসে ১৯৭৮ সালের পর এই প্রথম।
ম্যাচের প্রথম গোল এসেছে ২৮ মিনিটে। তাতে বায়ার্নের কৃতিত্বের চেয়ে ইউনাইটেড গোলরক্ষক আন্দ্রে ওনানার ভুলই বেশি। লেরয় সানে জোরালো শট নিয়েছিলেন বক্সের বাইরে থেকে। ওনানা ছিলেন বলের লাইনেই। তবে সেই শট তার হাত ফসকে জড়িয়ে যায় জালে।
এর চার মিনিট পর সার্জে জিনাব্রির গোলে ব্যবধান দ্বিগুণ করে বায়ার্ন। ২-০ গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা।
বিরতির পর লড়াইয়ে ফেরে ম্যানইউ। ৪৯ মিনিটে রাসমুস হলান্ড এক গোল শোধ করেন। তবে বায়ার্ন আবার ম্যাচের নিয়ন্ত্রণ নিতে দেরি করেনি। ৫৩ মিনিটে এরিকসেনের হ্যান্ডবলের সূত্রে পাওয়া পেনাল্টিতে বায়ার্নকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন হ্যারি কেইন।
ম্যাচের শেষদিকে এসে চমক। ৮৮ মিনিটে কাসিমিরো ৩-২ করেন। যোগ করা সময়ে হয় আরও দুই গোল। দ্বিতীয় মিনিটে মাথিস তেল বায়ার্নকে এগিয়ে দেন ৪-২ ব্যবধানে। এর তিন মিনিট পর কাসিমিরো গোল করলে ৪-৩ করে ম্যানইউ। শেষ পর্যন্ত ৭ গোলের থ্রিলারে জয় নিয়ে মাঠ ছাড়ে বায়ার্নই।
এমএমআর/এএসএম