ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ইনজুরি কাটিয়ে রিয়ালের স্কোয়াডে ফিরলেন ভিনিসিয়ুস

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ পিএম, ২৩ সেপ্টেম্বর ২০২৩

প্রায় একমাসের ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ তারকা ভিনিসিয়ুস জুনিয়র। আগামীকাল রোববার অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে মাঠে দেখা যাবে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডকে। বিষয়টি নিশ্চিত করেছেন রিয়ালের ম্যানেজার কার্লো আনচেলত্তি।

গত ২৬ আগস্ট সেল্টা ভিগোর বিপক্ষে ১-০ গোলে জয় পেয়েছিল রিয়াল। ওই ম্যাচেই হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়ে দল থেকে ছিটকে যান ব্রাজিলিয়ান এই তারকা। আশঙ্কা করা হচ্ছিল, তিনি ৬ সপ্তাহের আগে দলে ফিরতে পারবেন না; কিন্তু আনচেলত্তি সেই শঙ্কা উড়িয়ে দিলেন সুখবর। আজ (শনিবার) তিনি নিশ্চিত করেছেন, লা লিগায় আগামীকালই (রোববার) তাকে দলে পাচ্ছে স্প্যানিশ ক্লাবটি।

ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে কোচ আনচেলত্তি জানিয়েছেন, ‘ভিনি এখন খেলার জন্য শতভাগ ফিট। তার ইনজুরি কেটে গেছে। স্কোয়াডেও তাকে রাখা হবে। আমরা মাঠে তার ভূমিকা পর্যবেক্ষণ করব।’

ভিনির বিষয়ে এই ইতালিয়ান কোচ আরো জানিয়েছেন, সামনের ম্যাচে তিনি ভিনিকে ফেরাতে চান। তবে আগামীকাল যদি মনে হয় তার ফিটনেস নিয়ে সামান্যতম ঘাটতি আছে, তাহলে মাঠে নামানো হবে না। ভিনি দলে ফিরছে এটাই দলের কাছে গুরুত্বপূর্ণ।

চলতি মৌসুমে লা লিগায় ৬টি ম্যাচ খেলেছে কার্লো আনচেলত্তির দল। সবগুলোতেই জয় তুলে নিয়ে লা লিগার পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান শীর্ষে ধরে রেখেছে। দলের হয়ে সবচেয়ে বেশি গোল করেছেন ইংলিশ মিডফিল্ডার জুদ বেলিংহ্যাম। প্রতিপক্ষের জালে তিনি ৬বার বল জড়িয়েছেন। পেটের সমস্যার কারণে শুক্রবার তাকে অনুশীলনে দেখা না গেলেও রোববার তাকে দলের সাথে দেখা যাবে।

আইএইচএস/