লালকার্ড দেখায় রদ্রির উপর রেগে আগুন গার্দিওলা
প্রিমিয়ার লিগে টানা ৬ ম্যাচের ৬টিতেই জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। সর্বশেষ শনিবার ইত্তিহাদ স্টেডিয়ামে নটিংহ্যাম ফরেস্টকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট তালিকায় শীর্ষস্থান ধরে রেখেছে পেপ গার্দিওলার শিষ্যরা। তবে এ জয় মোটেও স্বস্তির ছিল না। ম্যাচের অর্ধেকটা সময় সিটিকে খেলতে হয়েছে ১০জনের দল নিয়ে। যে কোনো দলের জন্যই এটি অস্বস্তিকর ও চ্যালেঞ্জিং।
দ্বিতীয়ার্ধের শুরুতেই (৪৬ মিনিটে) নটিংহ্যামের মিডফিল্ডার মরগ্যান গিবস হোয়াইটের সাথে বিতর্কে জড়ানোর কারণে সিটির মিডফিল্ডার রদ্রিকে লালকার্ড দেখান রেফারি। দলকে চরম বিপদে ফেলে মাঠ ছাড়েন এই স্প্যানিশ ফুটবলার। যে কারণে তার উপর রীতিমত রেগে আগুন হয়েছেন কোচ গার্দিওলা।
লালকার্ডের বিষয়ে জানতে চাইলে গার্দিওলা বলেন, ‘আমি এ ধরনের কাজে অবশ্যই রাগান্বিত হয়েছি। নিজেদের ভুলের জন্য ১০ জনের দল নিয়ে খেলা আমি কখনোই পছন্দ করি না। ঘটনাটি যখন ঘটেছে তখন আমরা সম্পূর্ণ চাপমুক্ত ও স্বস্তিতে ছিলাম। তখন সবার সতর্কভাবে খেলা উচিত ছিল। নিজেদের আবেগকে নিয়ন্ত্রণে রাখা জরুরি ছিল; কিন্তু রদ্রি সেটা পারেনি।’
তিনি আরো বলেন, ‘আমি মনে করি, রদ্রি এ ঘটনা থেকে নতুন কিছু শিখতে পারবে। আমাদের খেলার ৩৫ মিনিট ভালোই ছিল। পরবর্তীতে মাঠে কিছু বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছিল। এটি শুধু আমাদের দায় নয়। তবে রদ্রিরও নিজের আবেগকে নিয়ন্ত্রণ করা দরকার। আমিও কখনো কখনো আবেগকে নিয়ন্ত্রণ করতে পারি না; কিন্তু হলুদকার্ড আমি দেখলে সমস্যা নেই। কারণ আমি মাঠে খেলি না। সে তো মাঠে খেলে। এজন্য তার আবেগ নিয়ন্ত্রণ করা বেশি জরুরি ‘
এ ঘটনায় রদ্রি অনুতপ্ত কিনা জানতে চাইলে সিটির ম্যানেজার বলেন, ‘রদ্রি তার সতীর্থদের কাছে ক্ষমা চেয়েছে। সে ভুল স্বীকার করেছে।’
লালকার্ড দেখার কারণে পরের তিন ম্যাচ রদ্রি খেলতে পারবে না। যে কারণে আগামী ৮ অক্টোবর আর্সেনালের বিপক্ষে তাকে মাঠে দেখা যাবে না। তবে রদ্রির শাস্তি কমানোর জন্য আপিল করতে পারবে ম্যানসিটি।
যদিও ক্লাব আপিল করবে কি না এ ব্যাপারে এখনও কিছু জানা যায়নি। গার্দিওলা জানিয়েছেন, শাস্তি কমাতে আপিল করার জন্য তিনি ক্লাব কর্মকর্তাদের সাথে কথা বলবেন।’
এর আগে শনিবার নটিংহ্যাম ফরেস্টের বিপক্ষে খেলতে নেমে শুরুতেই এগিয়ে যায় সিটি। খেলার ৭ম মিনিটে পেনাল্টি এরিয়া থেকে বাম পায়ের শটে দলকে এগিয়ে দেন ফিল ফোডেন। ১৪ তম মিনিটে ম্যাথ্যু হ্যানসের ক্রস থেকে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন নরওয়েজিয়ান তারকা আর্লিং হালান্ড। দুই গোলের পুঁজিতে জয় নিয়েই ঘরে ফেরে স্বাগতিকরা।
দ্বিতীয়ার্ধে সিটিকে খেলতে হয়েছে অত্যন্ত রক্ষণাত্মক ভঙ্গিতে। রদ্রি লালকার্ড না দেখলে হয়ত ব্যবধান আরো বাড়াতে পারত দ্য স্কাই-ব্লুজরা। তবে শেষ পর্যন্ত সেটা আর হয়নি। ২-০ তে গোলে জয় পেয়েই যেন হাঁফ ছেড়ে বাঁচলো আলভারেজ-হালান্ডরা।
আইএইচএস/