আসছে মেয়েদের পাইওনিয়ার ফুটবল লিগ
নারী জাতীয় ফুটবল দলের পাইপলাইন সমৃদ্ধ করার পরিকল্পনার অংশ হিসেবে এবার পাইওনিয়ার লিগ আয়োজনের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।
ঢাকা মহানগরী পাইওনিয়ার লিগ কমিটিকে এ প্রস্তাব দিয়েছেন বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন। শনিবার পাইওনিয়ার লিগ কমিটির সভায় উপস্থিত থেকে এই প্রস্তাব দিয়েছেন তিনি।
সভায় এ মৌসুমের পাইওনিয়ার লিগ আয়োজনের বিষয়ে বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে। রোববার শুরু হবে খেলোয়াড়দের বয়স নির্ধারণের জন্য মেডিক্যাল পরীক্ষা। খেলা শুরু হবে মার্চের তৃতীয় সপ্তাহে।
পাইওনিয়ার লিগ হবে রাজধানীর পাঁচটি মাঠে। মাঠগুলো হলো-উত্তরা ১৪ নম্বর সেক্টর মাঠ, রাজউক আউটার স্টেডিয়াম মাঠ, ধূপখোলা মাঠ, তেজগাঁও বিজি প্রেস মাঠ ও গোলাপবাগ মাঠ।
সভার পর বাফুফে সভাপতি কাজী মো. সালাউদ্দিন গণমাধ্যমকে বলেছেন, ‘আমাদের নারী এলিট একাডেমিতে এখন ৬০ জন খেলোয়াড় আছেন। এতে হবে না। আরও খেলোয়াড় লাগবে। তাই পাইপলাইন সমৃদ্ধ করতে পাইওনিয়ার লিগ করার জন্য কমিটিকে প্রস্তাব দিয়েছি। কোনো ক্লাবের খেলোয়াড় আমরা একাডেমিতে নিলে খেলোয়াড় প্রতি ৫০ হাজার টাকা দেওয়া হবে। আগামী বছর থেকে পাইওনিয়ারের ক্লাবগুলোকে লিগ আয়োজনের জন্য টাকাও দেওয়া হবে।’
সভায় উপস্থিত ছিলেন বাফুফের নির্বাহী কমিটির সদস্য ও নারী উইংয়ের চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ। সভাপতির এই প্রস্তাবকে তিনি ইতিবাচক হিসেবে দেখছেন।
‘পাইওনিয়ার লিগ আয়োজন করলে আমাদের জাতীয় দলের পাইপলাইন আরো সমৃদ্ধ হবে। আমরা লিগের খেলাগুলো দেখবো এবং প্রতিভা বাছাই করে তাদের ট্রায়ালের মাধ্যমে একাডেমিতে নেওয়া হবে’-বলেছেন মাহফুজা আক্তার কিরণ।
আরআই/এমএমআর/জেআইএম