ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

প্রথমার্ধে ব্রাজিলকে আটকে রাখলো কোস্টারিকা

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৮:০৩ এএম, ২৫ জুন ২০২৪

পুরো ৪৫ মিনিট এককভাবেই খেলেছে যেন ব্রাজিল। বল দখলের লড়াইয়ে ব্রাজিলের ৭৫.৩ ভাগ, কোস্টারিকার ২৪.৭ ভাগ। মধ্য আমেরিকার দেশটির জালে একবার বল জড়ালেও শেষ পর্যন্ত সেটার বৈধতা দেননি রেফারি। ভিএআর দেখে গোল বাতিল করে দেয়া হয় অফসাইডের অজুহাতে।

ফলে কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচের কোস্টারিকার বিপক্ষে প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ করতে হলো ব্রাজিলকে। মুহুর্মুহু আক্রমণের ঢালি সাজিয়েও একটি গোলের দেখা পেলেন না ভিনিসিয়ুস, রদ্রিগো, রাফিনহারা।

শুরু থেকে একের পর এক আক্রমণ করেও গোল পাচ্ছিলো না ব্রাজিল। ।অবশেষে ৩০ মিনিটের মাথায় মার্কুইনহোস কোস্টারিকার জালে বল জড়িয়ে দেন। কিন্তু ভিএআরের ফাঁদে পড়ে গোল বাতিল হযে যায়। 

এরপর প্রথমার্ধে রদ্রিগো গোল করার সুযোগ পেলেও ক্রসবারে মেরে বসেন। বল ফিরে আসে বারে লেগে।

দর্শকাসনে বসে ব্রাজিলের গোল করতে না পারা দেখে মুখ ঢাকলেন নেইমার। চোটের কারণে তিনি খেলতে পারছেন না এবারের কোপায়। কিন্তু তার দল শুরুতেই এভাবে গোলহীন থাকবে, তা হয়তো ভাবতেও পারেননি ব্রাজিলের অন্যতম সেরা এই ফুটবলার।

আইএইচএস/