ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

কলম্বিয়ার কোচ কোচিং করিয়েছেন মেসি আর স্কালোনিকেও

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫২ এএম, ১২ জুলাই ২০২৪

উরুগুয়ের বিপক্ষে ১-০ গোলের জয়ে ২৩ বছর পর কোপা আমেরিকার ফাইনালে উঠেছে কলম্বিয়া। দলটিকে সামনে থেকে পরিচালনা করছেন আর্জেন্টাইন কোচ নেস্তর লরেঞ্জো। তিনি এমনই একজন, যিনি এক সময় লিওনেল মেসি এবং আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিরও কোচ ছিলেন।

লরেঞ্জোর ফুটবল ক্যারিয়ার বেশ সমৃদ্ধ। আর্জেন্টিনার হয়ে দিয়েগো ম্যারাডোনার সঙ্গে ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে খেলেছিলেন। যদিও হারতে হয়েছিল আর্জেন্টিনাকে।

সোভিয়েত ইউনিয়ন, ক্যামেরুন ও জার্মানির বিপক্ষে ম্যাচগুলো তিনি খেলেছিলেন। এরপর আর কখনও জাতীয় দলের জার্সি পরার সুযোগ হয়নি তার।

লরেঞ্জোর কোচিং অধ্যায় শুরু হয় সাবেক আরেক আর্জেন্টাইন কোচ হোসে পেকারম্যানের হাত ধরে। তবে তার আগে ২০০০ সালে তিনি আর্জেন্টিনার অনূর্ধ্ব-২০ দলের কোচিং স্টাফ হিসেবে কাজ করেছেন।

২০০৬ সালে প্রথম তার কাঁধে বড় দায়িত্ব আসে। আর্জেন্টিনার তৎকালীন কোচ হোসে পেকারম্যানের কোচিং প্যানেলে যুক্ত হন। বিশ্বকাপেও তারা ছিলেন। সেই বিশ্বকাপেই প্রথম খেলেছিলেন লিওনেল মেসি। দলটির স্কোয়াডে ছিলেন বর্তমান আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনিও। লরেঞ্জোর মত স্কালোনিরও জার্সি নম্বর ছিল ১৩।

২০২২ সালের জুন মাসে কলম্বিয়ার জাতীয় দলের দায়িত্বে আসেন নেস্তোর। এরপর থেকেই যেন বদলে যেতে শুরু করে কলম্বিয়া দলটি। টানা ২৮টি ম্যাচ অপরাজিত থাকার এই দৌড়ে তারা অপরাজিত থেকেছে জার্মানি, স্পেন, ব্রাজিল ও উরুগুয়ের মত দলের বিপক্ষে। তাই নেস্তোরের দর্শন ও কলম্বিয়াকে একসঙ্গে হারানোটা বেশ কঠিনই হবে আর্জেন্টিনার।

এমএমআর/