হ্যাটট্রিকের পর দিয়ালো বললেন, ‘ম্যানইউ সেরা দল’
৪২ মিনিটে আত্মঘাতী গোলে ১-০ তে পিছিয়ে পড়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ভুল করে নিজেদের জালে বল জড়িয়ে দিয়েছিলেন ম্যাগুয়েল উগার্তে। তখন ভক্ত-সমর্থকদের মনে প্রশ্ন, টেবিলের তলানিতে থাকা সাউথাম্পটনের কাছেও হেরে যাবে ম্যানইউ? কিন্তু না, সেটি হতে দেননি আমাদ দিয়ালো।
ইংলিশ প্রিমিয়ার লিগে গতকাল বৃহস্পতিবার রাতে ম্যানইউর জার্সি গায়ে হ্যাটট্রিক করেছেন দিয়ালো। ২২ বছর বয়সী আইভরি কোস্টের উইঙ্গারের হ্যাটট্রিকে সাউথাম্পটনকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানইউ। সব ধরনের প্রতিযোগিতায় ৭ ম্যাচে প্রথম জয় পেল রুবেন অ্যামোরিমের দল।
দিয়ালো প্রথম গোল করেন ৮২ মিনিটে। ৯০ ও ৯৪ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন আইভরি কোস্টের ফরোয়ার্ড।
দ্বিতীয় কনিষ্ঠ তারকা হিসেবে ম্যানইউর জার্সিতে হ্যাটট্রিক করেছেন দিয়ালো। এর আগে ২১ বছর বয়সে হ্যাটট্রিক করেছিলেন ওয়ানে রুনি। ইংলিশ প্রিমিয়ার লিগে শেষ ১০ মিনিটে হ্যাটট্রিক করা তৃতীয় ফুটবলার দিয়ালো।
ম্যাচের পর ‘টিএনটি স্পোর্টস’কে দিয়ালো বলেন, ‘ফুটবলে আপনাকে (সবকিছু) বিশ্বাস করতে হবে। এটা জিততে পেরে খুব খুশি। আমরা জানি, আমাদের মানসম্পন্ন খেলোয়াড় আছে। কিন্তু আরও বেশি ক্ষুধার্ত হতে আমাদের কিছু সময়ের প্রয়োজন। আজ শেষ পর্যন্ত দেখিয়েছি যে, আমরা পিচে সেরা দল।’
২১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে ১২তম স্থানে উঠেছে ম্যানইউ। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে টেবিলের তলানিতে সাউথাম্পটন। ২০ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে টেবিলের নেতৃত্ব দিচ্ছে লিভারপুল।
এমএইচ/জিকেএস