ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

গোল করলেন, সতীর্থকে দিয়ে করালেন, মিয়ামিকে জেতালেন মেসি

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ১১:৫১ এএম, ০৯ ফেব্রুয়ারি ২০২৫

আরও একবার ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামিকে উপহার দিলেন দারুণ এক জয়। নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়েও করিয়েছেন। মেসির সাজানো গোছানো খেলায় ক্লাব ফ্রেন্ডলিতে হন্ডুরাসের পেশাদার ক্লাব সি. ডি, ওলিম্পিয়াকে ৫-০ গোলে হারিয়েছে মিয়ামি।

আজ রোববার সকাল ৭টায় মাঠে নামে মিয়ামি। মেসি প্রথম গোল করেন ২৭ মিনিটে। এরপর ফেডেরিকো রেদোনদো ৪৪ মিনিটে ও প্রথমার্ধের ইনজু্রি সময়ে (৪৫+২ মিনিটে) গোল করেন নোয়াহ অ্যালেন। এই দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি। এতে মিয়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৫৪ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। এতে ৪-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাবটি। ওলিম্পিয়ার জালে শেষবার বল ফেলেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।

এমএইচ/জেআইএম