ডেভিস কাপ টেনিসের কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ
মালয়েশিয়ায় চলমান ডেভিস কাপ জুনিয়র টেনিসে গ্রুপের দ্বিতীয় ম্যাচেও জিতেছে বাংলাদেশ। প্রথম ম্যাচে প্যাসিফিক ওশানিয়কে হারানোর পর বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে হারিয়েছে গুয়ামকে। জয়ের ব্যবধান প্রথম ম্যাচের মতোই ২-১। পর পর দুই ম্যাচ জয়ের ফলে বাংলাদেশ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে কোয়ার্টার ফাইনালে উন্নীত হয়েছে।
দ্বিতীয় খেলার প্রথম এককে বাংলাদেশের মো. রাজিব হোসেন ৬-১, ৬-১ গেমে গুয়ামের জেকভ শিয়াওকে পরাজিত করেন। দ্বিতীয় এককে বাংলাদেশের কাব্য গায়েন ২-৬, ১-৬ গেমে গুয়ামের জুনহিক সিও এর নিকট পরাজিত হলে ১-১ ম্যাচে সমতা ফিরে আসে।
দ্বৈতের খেলায় বাংলাদেশের কাব্য গায়েন ও তুষার জুটি ৬-২, ৬-৪ গেমে গুয়ামের জুনহিক সিও ও ক্যামেলিও চ্যাং জুটিকে পরাজিত করেন। ফলে বাংলাদেশ দল ২-১ ম্যাচে গুয়ামকে পরাজিত করে।
প্রতিযোগিতায় ইন্দোনেশিয়া, কুয়েত, কম্বোডিয়া, সিঙ্গাপুর, ম্যাকাও, সৌদি আরব, পাকিস্তান, তুর্কমেনিস্তান, ইরাক, কিরগিজস্তান, বাহরাইন, মঙ্গোলিয়া, শ্রীলঙ্কা, ভুটান, মালদ্বীপ, গুয়াম, প্যাসিফিক ওশানিয়া, বাংলাদেশ, ফিলিপাইন, ভিয়েতনাম, লেবানন ও লাওস অংশ নিচ্ছে।
আরআই/এমএইচ/এমএস
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া