এএইচএফ কাপ
টানা চার ম্যাচ জিতেই সেমিফাইনালে বাংলাদেশ
টানা চার ম্যাচ জিতে অপরাজিতভাবেই গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে এএইচএফ কাপ হকির সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ (বুধবার) জাকার্তায় গ্রুপের শেষ ম্যাচে বাংলাদেশ ৫-০ গোলে হারিয়েছে শ্রীলংকাকে। ১২ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়ে বাংলাদেশ এখন সেমিফাইনালে প্রতিপক্ষের অপেক্ষায়।
বিকেলে অন্য গ্রুপের ম্যাচে মুখোমুখি হবে ওমান ও চাইনিজ তাইপে। এই ম্যাচের ফলাফলের পর নির্ভর করছে বাংলাদেশের প্রতিপক্ষ। 'এ' গ্রুপের রানার্সআপ দল মুখোমুখি হবে টানা চারবারের চ্যাম্পিয়ন বাংলাদেশের।
বুধবার শ্রীলংকার বিপক্ষে প্রত্যাশি জয় তুলে নিলেও মিমো-আশরাফুলদের ঘাম ঝরেছে প্রথমার্ধে। ৩০ মিনিট পর্যন্ত বাংলাদেশকে গোলশূন্যভাবে আটকিয়ে রেখেছিল শ্রীলংকা। ৩৯ ও ৪২ মিনিটে রকিবুলের গোলে ২-০ তে লিড নিয়ে নেয় বাংলাদেশ। এর পর ফজলে রাব্বি, আরশাদ ও নাইম গোল করলে বড় ব্যবধানে জয় নিশ্চিত হয়। বাংলাদেশ সেমিফাইনাল খেলবে শুক্রবার।
আরআই/আইএইচএস/
সর্বশেষ - খেলাধুলা
- ১ নোয়াখালীর অব্যবস্থাপনা, রাগে অনুশীলন না করিয়েই চলে গেলেন সুজন
- ২ বাভুমাকে ‘বামন’ বলে গালি, ক্ষমা চাইলেন বুমরাহ-পান্ত
- ৩ দুই বিদেশিকে হারিয়ে হজরতুল্লাহ জাজাইকে পেলো সিলেট টাইটান্স
- ৪ চট্টগ্রাম রয়্যালসের মালিকানায় বিসিবি, দায়িত্বে হাবিবুল বাশার
- ৫ টাকা দিতে না পেরে মালিকানা ছাড়লেন চট্টগ্রাম রয়্যালসের মালিক