মালয়েশিয়া ওপেনে স্বর্ণ জিতলেন বাংলাদেশের সাঁতারু রাফি
থাইল্যান্ডে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন বাংলাদেশের সাঁতারু সামিউল ইসলাম রাফি। সেখান থেকে মালয়েশিয়া গিয়ে অংশ নিয়েছিলেন ওপেন সাঁতার চ্যাম্পিয়নশিপে। ৫০ মিটার ব্যাকস্ট্রোকে বাজিমাত করেছেন রাজবাড়ীর এই তরুণ। ২৬.৬৮ সেকেন্ড সময় নিয়ে স্বর্ণ জিতেছেন রাফি।
এই ইভেন্টে সামিউলের আগের সেরা টাইমিং ২৭.১৭ সেকেন্ড। মালয়েশিয়ায় সেরা টাইমিং করে তিনি খুবই খুশি। রাফির লক্ষ্য এই ইভেন্টে টাইমিং ২৬ এর ঘরের নিচে নামিয়ে আনা। এ ইভেন্টে দ্বিতীয় হয়েছে সিঙ্গাপুর ও তৃতীয় হয়েছেন মালয়েশিয়ার সাঁতারু।
সামিউলের সামনে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ। মালয়েশিয়ার এই টাইমিং তাকে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে ভালো করতে অনুপ্রেরণা জোগাবে।
আরআই/এমএইচ/এএসএম
সর্বশেষ - খেলাধুলা
- ১ আমি বেগম জিয়ার হাত থেকেই রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছি: নান্নু
- ২ খালেদা জিয়ার মৃত্যু: ফাইনাল বাতিল করে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা
- ৩ প্রয়াত খালেদা জিয়ার স্মৃতিচারণ করে যা বললেন বিসিবি সভাপতি
- ৪ বিপিএলে নাটকীয় মোড়, বাতিল হওয়া ম্যাচের সূচি পরিবর্তন
- ৫ ২০১১ বিশ্বকাপ নির্বিঘ্ন করতে আইসিসিকে চিঠি দিয়েছিলেন খালেদা জিয়া