ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ড্র দিয়ে বছর শেষ ম্যান ইউ’র

প্রকাশিত: ০৩:১৬ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

ফরোয়ার্ডদের ব্যর্থতার কারণে বছরের শেষ ম্যাচটা ড্র দিয়ে শেষ করলো ভন গলের শিষ্যরা।  রোববার টটেনহাম হটস্পারের সঙ্গে গোলশূন্য ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।

ইংশিল প্রিমিয়ার লিগে শিরোপা জেতার লাড়ায়ে টিকে থাকতে লন্ডনের মাঠ হোয়াইট হার্ট লেনে খেলতে নেমেছিল ম্যানচেস্টার ইউনাইটেড। প্রথমার্ধে বেশ কিছু সুযোগ তৈরি করেছিল ম্যানইউ। খেলার ১৯ মিনিটে ফ্যালকাও এর বাড়ানো বলে গোল করতে ব্যর্থ হয় হুয়ান মাতা। ফন পার্সির একটি শট বারে লেগে ফিরে আসে।

৩৪তম মিনিটে আবারো গোলের সুযোগ হাতছাড়া করেন ফ্যালকাও। বিরতির পর আরো বেশ কয়েকটি আক্রমণ চালালেও গোলের দেখা পায়নি ম্যানইউ। শেষ পর্যন্ত হতাশাই সঙ্গী হয় রেড ডেভিলদের।

এ ড্রয়ের পরেও ম্যানইউ পয়েন্ট টেবিলের তিন নম্বর অবস্থানটি ধরে রেখেছে। ১৯ ম্যাচ খেলে ১০ জয়, ৬ ড্র আর ৩ পরাজয় নিয়ে ফন গালের শিষ্যদের অর্জন ৩৬ পয়েন্ট।