ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ড্র করেও শীর্ষে চেলসি

প্রকাশিত: ০৪:২৫ এএম, ২৯ ডিসেম্বর ২০১৪

বছরের শেষ ম্যাচে পয়েন্ট হারিয়েছে চেলসি।  সাউদাম্পটনের সঙ্গে ১-১ গোলে ড্র করেই সন্তুষ্ট থাকতে হয়েছে পয়েন্ট তালিকার শীর্ষে থাকা চেলসিকে।

সাউদাম্পটনের ঘরের মাঠ হ্যাম্পশায়ারে শুরুতেই গোল হজম করে ফেলে চেলসি। ১৭ মিনিটে  স্বাগতিকদের  হয়ে গোলটি করেন সাদিও মানে। প্রথমার্ধের ইনজুরি সময়ে গোলটি শোধ করেন এডিন হ্যাজার্ড।

বিরতির পর আক্রমণের ধার বাড়িয়ে দেয় চেলসি। ৬০তম মিনিটে ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন হ্যাজার্ড। চার মিনিট পর ডি বক্সে জটলার মধ্যে থেকে সুযোগ হারান চেলসির দিয়েগো কস্তা। ৮৮ মিনিটে  মরগান স্নেডারলিন লাল কার্ড দেখলে দশ জনের দলে পরিণীত হয় সাউদাম্পটন। দশ জনের দলের বিপক্ষে আর কোন সুবিধা আদায় করতে পারেনি চেলসি। ফলে ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় হোসে মরিনহোর শিষ্যদের।  

এ ড্রয়ের ফলে ১৯ ম্যাচ খেলে ১৪ জয়,চার ড্র আর এক পরাজইয়ে ৪৬ পয়েন্ট নিয়ে  এককভাবে শীর্ষেই রইল চেলসি। চার নম্বরে থাকা সাউদাম্পটনের পয়েন্ট ৩৩।