ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

এবার উপস্থাপিকার স্বামী ইমরান

প্রকাশিত: ১১:৫৮ এএম, ৩১ ডিসেম্বর ২০১৪

জেমিমার কথা হয়তো এখনো অনেকই ভোলেন নি। হয়তো তার কথা ভোলেন নি পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার ইমরান খানও। তবে দিন অনেক গড়িয়েছে। ইমরান এখন পাকিস্তানের রাজনীতির মাঠ গরমে ব্যস্ত। তারপরও কি আর একা একা থাকা যায়। তাই তো আবারও বিয়ের পিঁড়িতে বসলেন পাকিস্তানের নব্য এ রাজনীবিদ। তবে সরবে নয় লুকিয়ে বিয়ে করেছেন তিনি। পাত্রি বিবিসির উপস্থাপিকা রেহাম খানকে। তবে কোন পক্ষই বিয়ের কথা এখনও আনুষ্ঠানিকভাবে স্বীকার করেন নি।

বৃটিশ দৈনিক ডেইলি মেইল জানায়, ক্রিকেট থেকে রাজনীতিতে আসা ৬২ বছর বয়সী ইমরান খান চলতি সপ্তাহে বিয়ে করেছেন। কনে রেহাম খানের বয়স ৪১ বছর। তিন সন্তানের মা রেহাম ডিভোর্সি। তালাকের পর তিনি ব্রিটেনেই সন্তানদের নিয়ে বসবাস করছিলেন। তখন তিনি বিবিসির আঞ্চলিক খবর নিয়ে ‘সাউথ টুডে’ নামক একটি অনুষ্ঠান ও আবহাওয়া সংবাদ পরিবেশন করতেন। কয়েক সাম ধরেই রেহামের সাথে ইমরানের সম্পর্কের খবর শোনা যাচ্ছিল।

এদিকে ইমরানের প্রথম স্ত্রী জেমিমা গোল্ডস্মিথ জানান, তিনি তার নামের শেষে ‘খান’ বাদ দিয়ে দিবেন। কারণ তার স্বামী আবার বিয়ে করতে যাচ্ছেন।

তিনি আরও বলেন, আমার সাবেক স্বামী ইমরান খান সম্প্রতি দ্বিতীয়বার বিয়ে করার ঘোষণা দিয়েছেন। তাই সময় এসেছে, আমার নামের শেষে তার ‘খান’ উপাধি বাদ দিয়ে গোল্ডস্মিথ জুড়ে দেয়া।

এছাড়া পাকিস্তানের জনপ্রিয় উপস্থাপক ফারহাত জাবেদ রাবানি গত ২৭ ডিসেম্বর টুইটারে বলেন, ‘আজ এক উপস্থাপিকা এক রাজনীতিবিদকে বিয়ে করেছেন...।’

ইমরানের এক পারিবারিক বন্ধু জানান, ইমরানের স্বজনরা এমনকি তার বোন এ বিয়ের বিপক্ষে। তবুও ইমরান রেহামকে বিয়ে করায় তারা আশ্চর্য হয়েছেন। এদিকে ইমরানের ঘনিষ্ঠ বন্ধু ও রাজনীতিবিদ ড. শহীদ মাসুদ টেলিভিশনে এক সাক্ষাতকারে বলেন, ইমরান এখনো তার বিয়ের ব্যাপারটি সত্যি না মিথ্যে তা জানাননি। তবে শিগগিরিই বিষয়টি নিশ্চিত করার জন্য ইমরানের প্রতি অনুরোধ করা হয়েছে।