আবারও পয়েন্ট হারাল ম্যানইউ
ম্যানচেস্টার ইউনাইটেডের ভক্ত-সমর্থকরা কোচ লুই ফন গালের কাছ থেকে বছরে শুরুতে অনেক কিছুই আশা করেছিলেন। তিনি নিজেও কথা দিয়েছিলেন, নতুন বছরে নতুন রূপে দেখা যাবে ওল্ড ট্র্যাফোর্ডের ঐতিহ্যবাহী দলটিকে।
কিন্তু কোথায় ? সময় বদলে নতুন বছর এসেছে ঠিক; কিন্তু খোলস বদলে বেরিয়ে আসতে পারেনি এখনও রেড ডেভিলরা। আগের ম্যাচেও টটেনহ্যামের সঙ্গে গোলশুন্য ড্র করে পয়েন্ট খোয়াতে হয়েছে। এবার নতুন বছরের প্রথম দিনেই পয়েন্ট খোয়াতে হলো তাদের। এবার প্রতিপক্ষ স্টোক সিটি। ব্রিটানিয়া স্টেডিয়ামে গিয়ে ১-১ গোলে ড্র করে আসল স্বাগতিকদের সাথে।
বছর শুরুর আগেই শিরোপা জয় সম্ভব বলে জানিয়েছিলেন কোচ লুই ফন গাল। কিন্তু ইংলিশ প্রিমিয়ার লিগের খেতাব জয়ের দৌড় যেন হঠাৎই থমকে গেল ম্যানইউ।
ব্রিটানিয়া স্টেডিয়ামে বৃহস্পতিবার খেলা সবে মাত্র শুরু হয়েছে দর্শকরা আসন নিয়ে বসতে না বসতেই গোল। মাত্র ২ মিনিটেই গোল হজম করে বসে রেড ডেভিলসরা।
যদিও প্রথমার্ধেই গোলশোধ করতে সফল হয় ম্যানইউ। ২৬ মিনিটের মাথায় দুরন্ত গোল করেন দলের তারকা স্ট্রাইকার রাদামেল ফ্যালকাও। ঘরের মাঠে স্টোক সিটির হয়ে গোলটি করেন ম্যানইউরই সাবেক শিক্ষণবীশ ফুটবলার রায়াান শক্রস।
গত চারটি ম্যাচে এই নিয়ে তিনটিতে ড্র করলে লুই ফন গালের দল। এর ফলে লিগ টেবলে একনম্বরে থাকা চেলসির থেকে এখন ১২ পয়েন্ট পিছিয়ে ম্যানইউ। যে কারণে ৩৭ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানেই রয়ে গেল তারা।
হ্যামস্ট্রিং-এ চোটের জন্য অ্যাশলে ইয়ংকেও পাচ্ছেন না ইউনাইটেড কোচ। ফলে সবমিলিয়ে বেশ অস্বস্তিতে লাল জার্সিধারীরা।