ইভেন্ট ম্যানেজমেন্ট ব্যবসায়ী সাকিব
সাকিব আল হাসানের দীর্ঘ দিনের স্বপ্ন বাস্তবায়নের পথে। আর তার স্বপ্নটি হলো মাঠের বাইের কিছু একটা করা বা নিজের একটি ব্যবসায়িক প্রতিষ্ঠান গড়ে তোলা। সেই কাজটি তিনি শুরু করলেন শুক্রবার।
শুক্রবার রাজধানীর অভিজাত একটি হোটেলে সাকিব আল হাসান আনুষ্ঠানিক উদ্বোধন করলেন নিজের ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান “ফিয়েস্তা ইভেন্ট ম্যানেজমেন্ট লিমিটেড” এর। মোট ১৩ পরিচালকের প্রতিষ্ঠানে সাকিব চেয়ারম্যান, নকীব চৌধুরী ব্যবস্থাপনা পরিচালক।
কমপক্ষে আরো দশ বছর ক্রিকেট খেলতে চান সাকিব। আপাতত খেলার দিকেই পূর্ণ মনোযোগ থাকবে বলে জানান টেস্ট ও টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সেরা এই অলরাউন্ডার।