ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মৌসুমের প্রথম গোল বেলিংহ্যামের, জয়ের ধারায় রিয়াল

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৯:২৭ এএম, ২৩ অক্টোবর ২০২৫

রিয়াল মাদ্রিদের তারকা মিডফিল্ডার জুদ বেলিংহ্যাম মৌসুমে নিজের প্রথম গোলটি করলেন এবং তার এই এক গোলেই চ্যাম্পিয়ন্স লিগে টানা তৃতীয় জয়ের দেখা পেয়েছে মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে অনুষ্ঠিত ম্যাচে ১৫ বারের ইউরোপীয় চ্যাম্পিয়নরা ১-০ গোলে হারিয়েছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাসকে।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫৭তম মিনিটে। ভিনিসিয়ুস জুনিয়রের দারুণ এক দৌড়ে এসে নেওয়া শট পোস্টে লেগে ফিরে আসে, আর সেই রিবাউন্ডেই সুযোগ নেন বেলিংহ্যাম। ইংল্যান্ডের এই তারকা মিডফিল্ডার গোল করে দলের শতভাগ জয়ের ধারা বজায় রাখেন।

তবে ম্যাচের শুরুটা ছিল জুভেন্টাসের দাপটে। সপ্তম মিনিটেই দুশান ভ্লাহোভিচকে বিপজ্জনক অবস্থানে পাস দেওয়া হলে নিশ্চিত গোল থেকে রিয়ালকে রক্ষা করেন ডিফেন্ডার রাউল আসেনসিও। তিন মিনিট পর গোলরক্ষক থিবো কুর্তোয়া দারুণ সেভ করে আটকান ওয়েস্টন ম্যাককেনির শট। ৩০০তম ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দেন এই বেলজিয়ান গোলরক্ষক।

রিয়ালের পক্ষে অরেলিয়েন চুয়ামেনি কর্নার থেকে দু’টি ভালো সুযোগ পেলেও গোলমুখে সাফল্য আনতে পারেননি। কিলিয়ান এমবাপে এবং বেলিংহ্যামও প্রথমার্ধে কার্যকর ভূমিকা রাখতে ব্যর্থ হন। বিরতির ঠিক আগে এমবাপের শট ঠেকিয়ে দেন জুভেন্টাস গোলরক্ষক মিশেল দি গ্রেগোরিও।

দ্বিতীয়ার্ধে মিলিতাও গুরুত্বপূর্ণ এক ব্লক দিয়ে গোল বাঁচান, তবে রিয়ালের ডিফেন্স বারবার ভেঙে যাচ্ছিল জুভেন্টাসের পাল্টা আক্রমণে। কুর্তোয়া আবারও রক্ষা করেন যখন ভ্লাহোভিচ একা গোলমুখে চলে গিয়েছিলেন।

অবশেষে ৫৭তম মিনিটে বেলিংহ্যামের গোলেই ম্যাচের সমীকরণ ভেঙে যায়। গোলের পর রিয়াল আরও কয়েকটি সুযোগ পায়— ভ্যালভার্দের শক্তিশালী শট ঠেকিয়ে দেন গাত্তি, আর দি গ্রেগোরিও একাধিকবার এমবাপে ও ব্রাহিম দিয়াজের প্রচেষ্টা ব্যর্থ করেন।

শেষ দিকে লোইস ওপেন্দা ও ফিলিপ কস্টিচের শট সামলে ম্যাচের শেষ পর্যন্ত জয় ধরে রাখে রিয়াল মাদ্রিদ। এই জয়ে রিয়াল মাদ্রিদ তিন ম্যাচে পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন্স লিগ টেবিলে রয়েছে ৫ নম্বরে। আগের চার দলেরও ৯ পয়েন্ট। তবে তারা গোল ব্যবধানে এগিয়ে। অন্যদিকে, জুভেন্টাসের সংগ্রহ মাত্র ২ পয়েন্ট।

আইএইচএস/এএসএম