গুলশানে নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মোস্তাফিজ
১ জুলাই গুলাশানের এক রেস্টুরেন্টে সন্ত্রাসী হামলায় কর্তব্যরত অবস্থায় শহীদ ২ জন পুলিশ কর্মকর্তাসহ নিহত ৯ জন ইতালীয়, ৭ জন জাপানি, ১ জন ভারতীয় ও ৩ জন বাংলাদেশি নিরাপরাধ ব্যক্তি মারা যান। পুরো বিশ্ব এতে নড়েচড়ে বসে। ক্রিকেটাররাও তাদের নিজ নিজ অবস্থান থেকে এই ঘটনায় শোক প্রকাশ করেছেন। মোস্তাফিজও এদের ব্যতিক্রম নন। নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেছেন মোস্তাফিজও।

শনিবার বাড়ি ফিরে সোমবার জেলা পুলিশের আয়োজনে এসপি বাংলোয় দোয়ানুষ্ঠান ও ইফতার মাহফিলে অংশ নেন মোস্তাফিজ। মোস্তাফিজ যে দোয়ানুষ্ঠানে অংশগ্রহন করবেন সেটি পুলিশ প্রশাসনের হাতে গোনা কয়েকজন ছাড়া কেউই জানতেন না।
অনুষ্ঠানে মোস্তাফিজের সাথে অংশগ্রহন করেন তার বড় ভাই ও সেঝো ভাই মোখলেছুর রহমান পল্টু। অনুষ্ঠানের শেষ পর্যায়ে এসে হাজির হন জাতীয় দলের তারকা ক্রিকেটার সৌম্য সরকার।
অনুষ্ঠানে অংশ নেন জেলার পদস্থ কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিকসহ সুধীজন। একসাথে নৈশ ভোজ শেষে মোস্তাফিজ নিজ বাড়ী কালিগঞ্জের তেঁতুলিয়া গ্রামে ফিরে যান। সাতক্ষীরা থাকবেন ১০ জুলাই পর্যন্ত। 
আকরামুল ইসলাম/আরআর/পিআর