ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

ভক্তদের উদ্দেশে সাকিবের বার্তা (ভিডিও)

প্রকাশিত: ০৩:১৫ এএম, ০৭ জানুয়ারি ২০১৫

বিগ ব্যাশে মাঠে নামার আগে মঙ্গলবার নিজের ফেসবুকে ভক্তদের কাছে সমর্থন চেয়েছেন সাকিব আল হাসান। হোবার্ট হারিকেনসের বিপক্ষে মেলবোর্ন রেনিগেডসের হয়ে  মাঠে নামার কথা আছে  বাংলাদেশের এ তারকা ক্রিকেটারের।

এর আগে মঙ্গলবার সকালে মেলবোর্ন রেনিগেইডস স্কোয়াডে যোগ দেয় সাকিব। দলের সঙ্গে অনুশীলনও করেছেন। মেলবোর্ন রেনিগেইডসের ওয়েবসাইটে সাকিবের একাদশে থাকার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

রেনিগেডস টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে সাকিব বললেন, ‘খুব ভালো লাগছে। কালকের ম্যাচ খেলার অপেক্ষায় আছি। গতবার বিগব্যাশে অ্যাডিলেড স্ট্রাইকার্সের হয়ে খেলার ভালো অভিজ্ঞতা রয়েছে। সে অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবার রেনিগেডসের হয়ে ভালো পারফরম্যান্স করতে চাই।

বিশেষ বার্তায় রেনিগেডস টিভির পক্ষ থেকে শেষ মুহুর্তে এসে দর্শক-সমর্থকদের উদ্দেশে বাংলায় কিছু বলার অনুরোধ করলে সাকিব বলেন, ‘সবাই সমর্থন করবেন। আশা করি আমরা অনেক ভালো করব। আমাদের প্রথম কয়েকটি ম্যাচ ভালো হয়নি। আশা করি সামনের ম্যাচগুলো আমরা ভালো করব এবং অবশ্যই আমরা জিতব।’