জয় দিয়ে বছর শুরু সানিয়ার
সঙ্গী বদলালেও সাফল্যের ধারা অব্যাহত রাখলেন সানিয়া। জয় দিয়েই নতুন বছর শুরু করলেন হায়দরাবাদের এই টেনিস সুন্দরী।
সু উই হেইকে জুটি করে নতুন বছর শুরু করেছে সানিয়া। মঙ্গলবার ব্রিসবেন ইন্টারন্যশানলে জয় দিয়ে শুভ সূচনা করলেন এই জুটি। টুর্নামেন্টের শীর্ষ বাছাই এই জুটি সরাসরি ৭-৫, ৬-৩ সেটে হারিয়েছেন অস্ট্রেলিয়ান-ক্রোয়েশিয়ান জুটি জারমিলা গাজদোসোভা ও আজলা টমজানোভিচকে।
যদিও জয়টা সহজে আসেনি এই জুটির। এক ঘণ্টা দশ মিনিটের লড়াইয়ের পর জয় পায় এই জুটি। গত বছরের শেষটা সিঙ্গাপুর ওপেন জিতেই শেষ করেছিলেন সানিয়া। এখন দেখার বিষয় নতুন বছরের শুরুতেই ব্রিসবেনে চ্যাম্পিয়ন হন কি না নতুন এই জুটি।