বিশ্বকাপে গাঙ্গুলির প্রথম পছন্দ ভারত
বিশ্বকাপে গাঙ্গুলির প্রথম পছন্দ ভারতভারতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলির মতে, এবারের বিশ্বকাপে ভারতকে হালকাভাবে নেওয়াটা ঠিক হবে না।
গাঙ্গুলি বলেন, বিগত কিছু ম্যাচে খারাপ খেললেও বিশ্বকাপে ভারত অনেক ভালো পারফরম্যান্স করবে। যে কোন দলের বিপক্ষেই জেতার সক্ষমতা রয়েছে বলেই আমার বিশ্বাস।
গাঙ্গুলি আরো জানান, ভারতের চূড়ান্ত দল ঘোষণা নিয়ে আমি খুব বেশি অবাক হয়নি। সবকিছু মিলিয়ে দারুণ টিম নির্বাচন করা হয়েছে। বিশ্বকাপে ধোনির নেতৃত্বে ভারত ভালো করবে বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেছেন।
১৫ই ফেব্রুয়ারী পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে ভারতের বিশ্বকাপ মিশন শুরু হবে। তবে, অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডের মাটিতে কাজটা মোটেই সহজ হবে না।