ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

৩৪৮ রানের লিড নিয়েছে অস্ট্রেলিয়া

প্রকাশিত: ১১:৩৩ এএম, ০৯ জানুয়ারি ২০১৫

ভারতের বিপক্ষে সিরিজের চতুর্থ ও শেষ টেস্টের দ্বিতীয় ইনিংসেও দারুণ খেলছে অস্ট্রেলিয়া। চতুর্থ দিন শেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৫১ রান। এগিয়ে রয়েছে ৩৪৮ রানে।

দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনে খেলতে নেমে দ্রুত ৬ উইকেট হারিয়েছে অস্ট্রেলিয়া। এর মধ্যে অশ্বিন একাই নিয়েছেন ৪ উইকেট। আর একটি করে উইকেট নিয়েছেন সামি ও ভুবনেশ্বর। তবে ৬ উইকেট হারালেও রানের চাকা স্লথ হয়নি স্বাগতিকদের। দিনশেষে ৬ উইকেট হারিয়ে তাদের সংগ্রহ ২৫১ রান। ক্রিস রজার্স ৫৬, স্টিভেন স্মিথ ৭১ ও জো বার্নস ৬৬ রান করেছেন। ক্রিজে রয়েছেন ব্রাড হাডিন (৩১ রান) ও রায়ান হ্যারিস (শূন্যরান)।

এর আগে বিরাট কোহলি ও লোকেশ রাহুলের সেঞ্চুরিতে গুটিয়ে যাওয়ার আগে প্রথম ইনিংসে ৪৭৫ রান করেছে ভারত। ৩টি উইকেট পেয়েছেন মিচেল স্টার্ক।

সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : দ্বিতীয় ইনিংস ২৫১/৬ (স্মিথ ৭১, বার্নস ৬৬, রজার্স ৫৬, হাডিন ৩১*; অশ্বিন ৪/১০৫) এবং প্রথম ইনিস ৫৭২/৭ ডিক্লে.
ভারত : প্রথম ইনিংস ৩৭৫/১০ (বিরাট ১৪৭, লোকেশ ১১০, রোহিত ৫৩; স্টার্ক ৩/১০৬)