২-০ ব্যবধানে অস্ট্রেলিয়ার সিরিজ জয়
শেষ অবধি ড্র দিয়ে সমাপ্ত হয়েছে ভারত ও অস্ট্রেলিয়ার মধ্যকার সিরিজের চতুর্থ ও শেষ টেস্ট ম্যাচটি। শনিবার সিডনি টেস্ট ড্র হওয়ায় দুই দেশের মধ্যকার সিরিজটি ২-০ ব্যবধানে জয় করে নিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। সিরিজের প্রথম দুটি টেস্টে জয় পেয়েছিল স্বাগতিকরা।
সিডনি টেস্টে ভারতকে জয়ের জন্য ৩৪৯ রানের টার্গেট দিয়েছিল অস্ট্রেলিয়া। শুক্রবার দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৫১ রানের সংগ্রহ নিয়ে চতুর্থ দিনের খেলা শেষ করেছিল স্বাগতিকরা। শনিবার ম্যাচের পঞ্চম দিনে আর ব্যাটিং করতে নামেনি তারা; ৬ উইকেটে ২৫১ রানের সংগ্রহ নিয়েই ইনিংস ঘোষণা করেছেন অস্ট্রেলিয়ার তরুণ অধিনায়ক স্টিভেন স্মিথ।
প্রথম ইনিংসে স্মিথের দল ৯৭ রানে এগিয়ে ছিল। ফলে সিডনি টেস্টে জয়ের জন্য ভারতের টার্গেট দাঁড়িয়েছে ৩৪৯ রান। জবাবে দিনভর ব্যাটিং করে দ্বিতীয় ইনিংসে ৭ উইকেট হারিয়ে ২৫২ রান তুলতে সক্ষম হয়েছে বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারতীয়রা। দিনের এক বল বাকি থাকতে ড্র মেনে নিয়ে মাঠ ছেড়েছে দুই দল।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া : ৫৭২/৭ ডিক্লেয়ার এবং ২৫১/৬ ডিক্লেয়ার
ভারত : ৪৭৫/১০ এবং ২৫২/৭ (বিজয় ৮০, কোহলি ৪৬; হেজলউড ২/৩১, স্টার্ক ২/৩৬)
ফল : ম্যাচ ড্র
সিরিজ : ৪ ম্যাচের সিরিজে অস্ট্রেলিয়া ২-০ ব্যবধানে জয়ী
ম্যাচসেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)
সিরিজসেরা : স্টিভেন স্মিথ (অস্ট্রেলিয়া)