ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

অকল্যান্ড ক্ল্যাসিক টেনিসে শিরোপাজয়ী ভেনাস

প্রকাশিত: ১০:১১ এএম, ১০ জানুয়ারি ২০১৫

পারেননি ক্যারোলাইন ওজনিয়াকি, সেপ্টেম্বরের পর কোর্টে ফিরেই সাফল্য পেয়েছেন ভেনাস উইলিয়ামস। অকল্যান্ড ক্ল্যাসিক টেনিসের শিরোপা জিতে নিয়েছেন ভেনাস। শনিবার আসরের ফাইনালে ওজনিয়াকিকে ২-৬, ৬-৩, ৬-৩ সেটে হারিয়ে শিরোপা জিতেছেন এই মার্কিন টেনিস তারকা। ফলে বছরের প্রথম গ্র্যান্ডস্ল্যাম আসর অস্ট্রেলিয়ান ওপেন শুরুর আগে আত্মবিশ্বাস চাঙ্গা হয়ে উঠেছে ভেনাস উইলিয়ামসের।

ফাইনালে শুরুটা ভালই করেছিরেন ওজনিয়াকি। প্রথম ৩০ মিনিটে দুর্দান্ত পারফরমেন্স করে প্রথম সেট জিতেও নিয়েছিলেন তিনি। অবস্থাদৃষ্টে মনে হচ্ছিল, ক্যারিয়ারের ২৩তম শিরোপা জিতে নিবেনে এ ড্যানিশ টেনিস তারকা। কিন্তু ওজনিয়াকির চেয়ে ১০ বছরের বড় ভেনাস দুর্দান্তভাবেই ম্যাচে ফিরেছেন। শেষ অবধি জয় করে নিয়েছেন নতুন বছরের প্রথম শিরোপাটি। আন্তর্জাতিক টেনিস ক্যারিয়ারে এটি ৩৪ বছর বয়সী ভেনাসের ৪৬তম শিরোপা।