একক ভাবে শীর্ষে চেলসি
স্ট্যামফোর্ড ব্রিজে দিয়েগো কস্তা আর অস্কারের গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ২-০ গোলে হারিয়ে একক ভাবে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে উঠে এল চেলসি। রাতের অন্য ম্যাচে ম্যানসিটি এভারটনের বিপক্ষে ড্র করে।
ম্যানসিটির সমান পয়েন্ট নিয়ে শনিবার রাতে মাঠে নামে চেলসি। ম্যাচের ৪৩ মিনিটে অস্কারের গোলে লিড পায় ব্লুজরা।। দ্বিতীয়ার্ধে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান দিয়াগো কস্তা। অস্কেরের কাছ থেকে বল পেয়ে নিউক্যাসেলের জালে জড়ান চেলসির এই স্টাইকার। চলতি মৌসুমি প্রিমিয়ার লিগে এটি কস্তার ১৫তম গোল।
অপরদিকে বহু কষ্টে শীর্ষে থাকা চেলসিকে ছুঁতে পেরেছিল ম্যানচেস্টার সিটি। কিন্তু ধারাবাহিকতা ধরে রাখতে পারলো না ম্যানুয়েল পেলিগ্রিনির শিষ্যরা। এভার্টনের মাঠে গিয়ে ১-১ গোলে ড্র করে পয়েন্ট খুইয়ে আসতে হলো তাদেরকে।
এভার্টনের মাঠে গিয়ে বেশ ভালোই পরীক্ষা দিতে হয়েছে ম্যানসিটিকে। ম্যাচের ৭৪ মিনিটে গোল করে প্রথম ম্যানসিটিকে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা ফার্নান্দিনহো। তবে বেশিক্ষণ ধরে রাখতে পারেনি এই লিড। চার মিনিট পরই সিটির জালে বল জড়িয়ে দেন এভারটনের নাইস্মিথ। এরপর বাকি সময়টা বহু চেষ্টা করেও আর গোল করতে পারেনি সিটির ফুটবলাররা।
এর ড্রয়ের ফলে ২১ ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে থাকল তারা, আর ৪৯ পয়েন্ট নিয়ে একক ভাবে শীর্ষে উঠে এল চেলসি।