ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

জার্মান সেরা ক্রস

প্রকাশিত: ০৬:৪৫ এএম, ১১ জানুয়ারি ২০১৫

জাতীয় দল ও ক্লাব ফুটবলে অসাধারণ পারফর্মেন্সের জন্য জার্মানির বর্ষসেরা ফুটবলার হিসেবে নির্বাচিত হয়েছেন মিডফিল্ডার টনি ক্রুস। ৪০.০৬ শতাংশ ভোট পান এই মিডফিল্ডার।  

গত বছর দারুণ পারফর্ম করেছেন ২৫ বছর বয়সী এই মিডফিল্ডার। বুন্ডেসলিগায় ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে জিতেছেন দুটি ঘরোয়া শিরোপা। সঙ্গে জাতীয় হয়ে জিতেছেন বিশ্বকাপের শিরোপা। আর বিশ্বকাপের পরই তিনি যোগ দেন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে।

ক্রুসের চেয়ে ১.৯ শতাংশ কম ভোট পেয়ে এ প্রতিযোগিতায় রানার আপ হন বিশ্বকাপ ফুটবলে সর্বোচ্চ গোলের মালিক ক্লোসা। ব্যালন ডি‘অরের চূড়ান্ত তালিকায় থাকা জার্মান গোলকিপার ম্যানুয়েল নয়্যার পেয়েছে মাত্র ৬.৬ শতাংশ ভোট ।