রিজার্ভ একাদশে জায়গা মিলল নেইমারের
ব্রাজিলিয়ান অধিনায়ক নেইমারের সাথে উরুগুয়ের তারকা স্ট্রাইকার লুইস সুয়ারজ আর পিএসজির তারকা জ্লাতান ইব্রাহিমোভিচকে নিয়ে ২০১৪ সালের সেরা রিজার্ভ একাদশের নাম ঘোষণা করেছে বিশ্বের ফুটবল নিয়ন্ত্রণ সংস্থা ফিফা।
৪-৩-৩ ফরমেশনের এই দলে গোলরক্ষকের দায়িত্ব পালন করবেন চেলসির গোলরক্ষক থিবয় কর্টোয়া। মূল স্ট্রাইকার ইব্রাহিমোভিচের সাথে দুই উইংয়ে রয়েছেন নেইমার এবং সুয়ারেজ। মিডফিল্ডে জায়গা পেয়েছে বায়ার্নের জাবি অলোনসো, ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরে,রিয়ালের লুকা মদ্রিচ। রক্ষণভাগে বার্সেলোনার ব্রাজিলিয়ান তারকা দানি আলভেজ, বরুশিয়া ডর্টমুন্ডের ম্যাট হ্যামেলস,বায়ার্নের আলাবা,রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান তারকা মার্সেলো।