ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

১৩ রানেই ৪ উইকেট সাকিবের

প্রকাশিত: ১২:০১ পিএম, ১৩ জানুয়ারি ২০১৫

সোমবার আইসিসি ওয়ানডে র‌্যাঙ্কিংয়ে শীর্ষ অলরাউন্ডারের আসন দখল করেছেন সাকিব আল হাসান। আর মঙ্গলবার বল হাতে টোয়েন্টি২০ ক্রিকেটে দুর্দান্ত পারফরমেন্স করেছেন ক্রিকেটের সব ধরনের ফরম্যাটে বর্তমানে বিশ্বসেরা এই অলরাউন্ডার। অস্ট্রেলিয়ার টোয়েন্টি২০ ক্রিকেট আসর বিগব্যাশে এ দিন স্পিন বোলিংয়ে আলো ছড়িয়েছেন সাকিব।

মেলবোর্ন রেনিগেডসের হয়ে মাঠে নেমে ৪ ওভার বোলিং করে মাত্র ১৩ রান খরচ করে ৪ উইকেট দখল করেছেন তিনি। শুধু তাই নয়, ম্যাচে একটি রান আউটও করেছেন সাকিব। তার এই নৈপুণ্যের ওপর ভর করে ব্রিসেবন হিটকে ৫ উইকেটে হারিয়েছে মেলবোর্ন রেনিগেডস।

বিগব্যাশের খেলায় মঙ্গলবার মেলবোর্নে মুখোমুখি হয়েছে মেলবোর্ন রেনিগেডস ও ব্রিসবেন হিট। টসে হেরে আগে ব্যাটিং করেছে ব্রিসবেন হিট। তবে সাকিব নৈপুণ্যে চরম ব্যাটিং বিপর্যয়ে পড়েছে দলটি। ১৭.৩ ওভারে মাত্র ৮০ রানে গুটিয়ে গেছে ব্রিসবেন হিটের ইনিংস। দলের পক্ষে সর্বোচ্চ ৩০ রান করে সাকিবের বলে সরাসরি বোল্ড আউট হয়েছেন বেন কাটিং।

সাকিবের ৪ উইকেটের পাশাপাশি জেমস প্যাটিনসন ২টি এবং ফাওয়াদ আহমেদ, নাথান রেমিংটন ও বেন স্টোকস ১টি করে উইকেট নিয়েছেন।

জয়ের জন্য ৮১ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৩৯ রানে ৫ উইকেট হারিয়েছে মেলবোর্ন রেনিগেডস। বল হাতে আলো ছড়ালেও ব্যাট হাতে মাত্র ২ রান করেছেন সাকিব। তবে অধিনায়ক বেন রোহরার ও টম বিটনের দৃঢ়তায় ৩৬ বল বাকি থাকতে ৫ উইকেটের জয় পেয়েছে মেলবোর্ন। রোহরার করেছেন হার না মানা ২৫ রান (৩১ বলে)। ১৬ বলে ৩১ রান করে অপরাজিত থেকেছেন বিটন।

আরএস