উদ্বোধনী ম্যাচে মুখোমুখি বাংলাদেশ-মালয়েশিয়া
বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হতে বাকি মাত্র ১৪ দিন । টুর্নামেন্টের সূচিও অনেকটা চূড়ান্ত করে ফেলেছেন আয়োজকরা। সবকিছু ঠিক থাকলে উদ্বোধনী ম্যাচেই শক্তিশালী মালয়েশিয়ার প্রতিপক্ষ হিসেবে মাঠে নামবে স্বাগতিক বাংলাদেশ।
ছয় জাতির এ টুর্নামেন্ট দুই গ্রুপে বিভক্ত। মালয়েশিয়া ছাড়াও বাংলাদেশের গ্রুপে থাকছে এশিয়ার আরেক দেশ শ্রীলংকা। বাকি গ্রুপে থাকছে থাইল্যান্ড,সিঙ্গাপুর ও বাহরাইন।
গ্রুপ পর্বে বাংলাদেশের একটি ম্যাচ হবে সিলেটে,অন্যটি হবে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে। সিলেটে একটি সেমিফাইনালসহ মোট চারটি ম্যাচ অনুষ্ঠিত হবে। ৮ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ফাইনাল। ঢাকার স্থানীয় এক হোটেলে আগামীকাল টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠিত হবে। বঙ্গবন্ধু গোল্ডকাপের টিকিটের মূল্য ধরা হয়েছে সাধারণ গ্যালারি ৫০ এবং ভিআইপি ১০০ টাকা। প্রতিটি টিকিটের সঙ্গে ফুটবল উন্নয়নে বাফুফের একটি লটারি দেওয়া হবে।
বাফুফের সাধারণ সম্পাদক আবু নাঈম সোহাগ জানান বঙ্গবন্ধু গোল্ডকাপে খেলতে চার বিদেশি দল ২৭ জানুয়ারির মধ্যে ঢাকায় আসবে বলে জানিয়েছে। বাহরাইন এশিয়া কাপ নিয়ে ব্যস্ত থাকায় তারা ৩১ জানুয়ারির আগে আসতে পারবে না।