ভিডিও ENG
  1. Home/
  2. খেলাধুলা

রিয়াল মাদ্রিদের বিদায়

প্রকাশিত: ০৫:০০ এএম, ১৬ জানুয়ারি ২০১৫

বর্তমান চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদকে টুর্নামেন্ট থেকে বিদায় করে দিল অ্যাথলেটিকো মাদ্রিদ। প্রথম লেগে ২-০ তে এগিয়ে থাকার সুবাধে দুই লেগ মিলে ৪-২ এ জিতে কোয়ার্টার ফাইনালে উঠে গেল অ্যাথলেটিকো।

সান্তিয়াগো বার্নাব্যুতে বৃহস্পতিবারের ম্যাচের নায়ক ছিলেন অ্যাথলেটিকো মাদ্রিদের ফার্নান্দো তোরেস। দলের পক্ষে ম্যাচের ১ ও ৪৬ মিনিটে দুটি গোল করে রিয়াল মাদ্রিদের কোয়ার্টার ফাইনালে ওঠার আশায় শেষ পেরেক মেরে দেন এই স্ট্রাইকার।

প্রথম লেগে অ্যাথলেটিকো মাদ্রিদের মাঠে ২-০ তে হেরে আসায় বৃহস্পতিবারের ম্যাচে কঠিন সমীকরণের সামনে ছিল রিয়াল মাদ্রিদ। সমীকরণটা ছিল এ রকম, রিয়ালকে ৩-০ গোলে জিততে হবে। ২-০ গোলে জিতলেও খেলা গড়াবে অতিরিক্ত সময়ে। কোনো গোল খেয়ে বসলে সমীকরণ কঠিনতর হবে।

তবে ম্যাচের শুরুতেই তোরেস অ্যাথলেটিকোকে অ্যাওয়ে গোলের সুবিধা এনে দিলে সমীকরণটা আরো কঠিন হয়ে পড়ে রিয়ালের জন্য। ২০ মিনিটে সার্জিও রামোস রিয়ালকে সমতা এনে দেন। তবে বিরতির ঠিক এক মিনিট পর আবার অ্যাথলেটিকোকে এগিয়ে নেন তোরেস। ৫৪ মিনিটে সদ্য ব্যালন ডি অর জেতা ক্রিস্টিয়ানো রোনালদো রিয়ালকে আবার সমতায় ফেরান। তবে এতটুকুই। এরপর আর কোনো গোলের দেখা না পেলে দুই লেগে ৪-২ ব্যবধানে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় আনচেলত্তির শিষ্যদের।