ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

দক্ষিণ আফ্রিকার সহজ জয়

প্রকাশিত: ০৪:৫০ এএম, ১৭ জানুয়ারি ২০১৫

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজে ঘুরে দাঁড়াল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে বৃষ্টি আইনে ৬১ রানের সহজ জয় পেয়েছে তারা।
 
এর আগে প্রথমে ব্যাট করতে নেমে বৃষ্টির কারণে ৪৮ ওভার ২ বলে ৮ উইকেটে ২৭৯ রান করে দক্ষিণ আফ্রিকা। বৃষ্টি আইনে ওয়েস্ট ইন্ডিজের জন্য ৩২ ওভারে ২২৬ রানের লক্ষ্য নির্ধারিত হয়। কিন্তু ২৮ ওভার ২ বলে ১৬৪ রানেই গুটিয়ে যায় ক্যারিবীয়দের ইনিংস।

দিনের খেলা শুরু হয় হাশিম আমলার রেকর্ড দিয়ে। ৬৬ রান করে দক্ষিণ আফ্রিকার দ্রুততম ব্যাটসম্যান হিসেবে ওয়ানডেতে পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন। এ ছাড়া অধিনায়ক এবি ডি ভিলিয়ার্স ৮১ ও ডেভিড মিলার করেন ৭০ রান।
 
জবাবে ব্যাটিং করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় জেসন হোল্ডারের দল। গেইল খেলার শুরুতে ঝড় তুললেও ২৪ বলে ৪১ রানে মাথায় থেমে যায় তার ইনিংস। বাকিদের মধ্যে ডোয়াইন স্মিথ ২৯ ও দিনেশ রামদিন করেন ৩১ রান । দক্ষিণ আফ্রিকার বোলার ত্রয়ী ভারনন ফিল্যান্ডার,ডেল স্টেইন ও ইমরান তাহির নেন তিনটি করে উইকেট। ম্যাচ সেরা হয়েছেন  ডি ভিলিয়ার্স।