জয় পেল ম্যানইউ-লিভারপুল
ইংলিশ প্রিমিয়ার লিগে জয় পেয়েছে দুই শীর্ষ দল ম্যানচেস্টার ইউনাইটেড ও লিভারপুল। সমান সংখ্যক ব্যবধানে জয় পায় এই দুই দল।
টটেনহ্যাম আর স্টোকসিটির সঙ্গে পর পর দুই ম্যাচ ড্র করার পর সাউদাম্পটনের কাছে হার। এই সমীকরণ নিয়ে শনিবার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে মাঠে নেমেছিল ম্যানইউ। গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৫৮ মিনিট পর্যন্ত। হুয়ান মাতার বদলি হিসেবে নামা বেলজিয়ান তারকা মারুয়ানে ফেল্লাইনির গোলে লিড পায় রেড ডেভিলরা। খেলার শেষ বাঁশি বাজার খানিক আগে জেমস উইলসন গোল করলে ২-০ ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ।
প্রিমিয়ার লিগের অপর ম্যাচে জয় পেয়েছে লিভারপুল। অ্যাস্টন ভিলার মাঠ ভিলাপার্কে গিয়ে স্বাগতিকদেরকে তারাও হারিয়েছে ২-০ গোলের ব্যবধানে। গোল দুটি করেন ফ্যাবিও বোরিনি ও রিকি ল্যাম্বার্ট।
দুই দলের এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে কিন্তু কোন পরিবর্তন আসেনি। ২২ ম্যাচ শেষে ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয়স্থানে রয়েছে ম্যানইউ। সমান সংখ্যক ম্যাচে ৩৫ পয়েন্ট নিয়ে লিভারপুলের অবস্থান সপ্তম।