ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ভিলিয়ার্সের দ্রুততম সেঞ্চুরির রেকর্ড

প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৮ জানুয়ারি ২০১৫

ওয়ানডে ক্রিকেটে দ্রুততম সেঞ্চুরির রেকর্ড করলেন দক্ষিণ আফ্রিকার ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্স। রোববার জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্স স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে মাত্র ৩১ বলে শতক পূর্ণ করেন ডি ভিলিয়ার্স।

জোহানেসবার্গে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভারে ৪৩৯ রানের দানবীয় ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার তিন ব্যাটসম্যান। তিন ব্যাটসম্যানই করেন সেঞ্চুরি। ১৪২ বলে ১৫২ রান করেন হাশিম আমলা, রোসৌ ১১৫ বলে ১২৮ রান করেন। তবে সবাইকে চাপিয়ে গেছেন ডিভিলিয়ার্স। ৪৪ বলে ১৪৯ রানের দানবীয় ইনিংস খেলেন দক্ষিণ আফ্রিকার অধিনায়ক।

২৪৭ রানে রোসৌ আউট হওয়ার পর ব্যাট করতে নামেন ডিভিলিয়ার্স। শুরুতেই ইঙ্গিত দিচ্ছেলেন ঝড়ের। সে ঝড়ে তছনছ হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের বোলিং লাইন আপ। ১৬ বলে ৩টি চার ও ৫টি ছক্কায় ৫০ রান করেন ডি ভিলিয়ার্স। এরপর আরো আক্রমনাত্মক হয়ে ওঠে এ অভিজ্ঞ ব্যাটসম্যান। ৩১ বলে ৮টি চার ও ১০টি ছক্কায় ডি ভিলিয়ার্স ১০০ রান পূর্ণ করেন। তবে ৪৪ বলে ৯টি চার ও ১৬টি ছক্কার মারে ১৪৯ রান করে ইনিংসের শেষ ওভারে রাসেলের বলে আউট হয়েছেন ডি ভিলিয়ার্স।

দ্রুততম শতকের আগের রেকর্ডটি ছিল অ্যান্ডারসনের। গত বছরের ১ জানুয়ারি নিউ জিল্যান্ডের কুইন্সটাউনে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেই এই অলরাউন্ডার ৩৬ বলে শতক করে ভাঙেন শহীদ আফ্রিদির রেকর্ড।

১৯৯৬ সালের ৪ অক্টোবর নাইরোবিতে শ্রীলঙ্কার বিপক্ষে ৩৭ বলে শতক করেছিলেন পাকিস্তানের আফ্রিদি।