ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

মুশফিকদের সংবর্ধনা দিলো অস্ট্রেলিয়া হাই কমিশন

প্রকাশিত: ১১:৩৭ এএম, ২১ জানুয়ারি ২০১৫

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশস্থ অস্ট্রেলিয়া হাই কমিশন। মঙ্গলবার এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই সংবর্ধনা দেয়া হয় টাইগারদের।

অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেট দলের বিশ্বকাপের জন্য নির্বাচিত চূড়ান্ত দলের সদস্যদের অভ্যর্থনা দেয়া হয়। এছাড়া, তাদের শুভকামনা জানায় অস্ট্রেলিয়া হাই কমিশনার। অধিনায়ক মাশরাফি ছাড়াও, মুশফিক, বিজয়, রুবেল, তাসকিন, সাব্বির, সৌম্য, মুমিনুল এবং আরো অনেক ক্রিকেটারই উপস্থিত ছিলেন।

এছাড়া বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন ছাড়াও বিসিবির উর্ধ্বতন কর্মকর্তারা এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী শ্রী বীরেন শিকদার সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিসিবি সভাপতি পাপন আসন্ন বিশ্বকাপে টাইগাররা ভালো করবে বলে আশা করেন। এছাড়া অধিনায়ক মাশরাফি জানান, বিশ্বকাপকে নিয়ে নিজেদের নানা পরিকল্পনার কথা।

 

এএইচ