লের্মির সাথে নাচলেন নেইমার (ভিডিও)
বার্সেলোনা স্টার নেইমার শুধু ভালো খেলেন তাই নয়, ভালো নাচেনও বটে। ব্রাজিল তারকা নেইমারের রান্না ঘরের দায়িত্ব মার্সেলা লের্মির। তারা দু`জনে ভালো বন্ধু। সম্প্রতি সাম্বার দেশের মানুষ নেইমার তার রান্না ঘরের মানুষটির সাথে নাচে মেতে ওঠেন। আর সেই নাচের ভিডিও নেইমার তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন।
এছাড়া লের্মি এখন মাঝে মাঝেই নেইমারের পোস্ট জুড়ে থাকেন। তার অনুসারীদের কাছে নামটি নতুন নয়।
নেইমার তার ভিডিওর শিরোনাম তিনি দিয়েছেন "এই মহিলাকে যেভাবে ভালোবাসি আমি।"
আরএস