ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

লুকাসের গায়ে রিয়ালের জার্সি

প্রকাশিত: ০৭:১৩ এএম, ২৪ জানুয়ারি ২০১৫

সাড়ে পাঁচ বছরের চুক্তিতে সান্টিয়াগো বার্নাব্যুতে নাম লেখালেন ব্রাজিলের নতুন তারকা মিডফিল্ডার লুকাস সিলভা। ব্রাজিলের ক্রুজিরো থেকে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে যোগ দেন এই তারকা।

ব্রাজিলের হয়ে অনূধর্ব-২০ ও ২১ বিশ্বকাপ খেলা ২১ বছর বর্ষীয় সিলভাকে ইউরোপের বিভিন্ন ক্লাব ভেড়াতে চাইছিল। কিন্তু শেষ পর্যন্ত রিয়ালকেই বেছে নিলেন ২১ বছর বয়সী এই তারকা ফুটবলার।

শুক্রবার রিয়াল মাদ্রিদ প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়,রিয়াল মাদ্রিদ ও ক্রুজিরো ব্রাজিল তারকা লুকাস সিলভার জন্য একটি সমঝোতায় উপনীত হয়েছে। লুকাসের শারীরিক পরীক্ষার পর আগামী সোমবার সান্টিয়াগো বার্নাব্যুতে তাকে উপস্থাপন করা হবে। এরপর তাকে জার্সি পরিয়ে মিডিয়ার সামনে নিয়ে আসা হবে।

তবে ঠিক কত টাকায় লুকাস সিলভাবে স্পেনে উড়িয়ে আনা হলো তা ওই বিবৃতিতে জানানো হয়নি।

এমআর