ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

ব্রিসবেনে মাশরাফিদের প্রথম দিন

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: ০৬:০৯ পিএম, ২৬ জানুয়ারি ২০১৫

রবিবার বাংলাদেশ সময় গভীর রাতে নিরাপদে অস্ট্রেলিয়ার ব্রিসবেন পৌঁছেছেন মাশরাফিরা। ব্রিসবেন বিমানবন্দরে সেলফি তুলে ফেইসবুকে তা পোস্ট করে তাদের ব্রিসবেন পৌঁছানোর কথা ভক্তদের জানান বিশ্বকাপ স্কোযাডের টাইগাররা। সোমবার দিনটা তাদের কেটেছে বিশ্রাম আর ঘোরাফেরায়। ব্রিসবেন বিমান বন্দরে পৌঁছানোর পর সেলিফ তুলেছেন তারা।

বাংলাদেশের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ব্রিসবেনের বিশাল বিশাল অট্টলিকার সামনে দাঁড়িয়ে সেলফি তুলে সেই ছবি পোস্ট করেছেন তার ফ্যানপেইজে। ডিনার সেরেই তিন সতীর্থের সঙ্গে তোলা সেলফি আপলোড করে মুশফিকুর রহিম লিখেছেন, ‘এইমাত্র ডিনার সারলাম। মহাল আল্লাহতায়ালার রহমতে নিরাপদেই পৌঁছেছি।’ ব্রিসবেনে পৌঁছেই অবশ্য মুশফিক স্ট্যাটাস দিয়েছিলেন, ‘কয়েক মিনিট আগে বাংলাদেশ দল নিরাপদে ব্রিসবেনে পৌঁছেছে। আলহামদুলিল্লাহ।’ বিমান বন্দরে তোলা একটি ছবিও পোস্ট করেছিলেন তিনি। এছাড়া নাসির হোসেন বিমান বন্দরে সতীর্থদের সঙ্গে তোলা সেলফি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন, ‘অস্ট্রেলিয়ায় আমরা নিরাপদে পৌঁছেছি। আল্লাহতায়ালার কাছে অশেষ শুকরিয়া।’

বিশ্বকাপ ক্রিকেটের একাদশতম আসর শুরু হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। এর আগে অস্ট্রেলিয়ার কন্ডিশনে খাপ খাইয়ে নিতে ব্রিসবেনে ২ সপ্তাহের ক্যাম্প করবে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল।