ভিডিও EN
  1. Home/
  2. খেলাধুলা

আজ অনুশীলনে নামছে মাশরাফিরা

প্রকাশিত: ০২:৪২ এএম, ২৭ জানুয়ারি ২০১৫

অস্ট্রেলিয়ান কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে আজ থেকে অনুশীলন শুরু করবে টাইগার বাহিনী। এর আগে শনিবার রাতে অস্ট্রেলিয়ার উদ্দেশ্যে দেশ ছাড়ে মাশরাফিরা।

সোমবার বিশ্রাম নেওয়ার পর অনুশীলনের জন্য আজ থেকে মাঠে নামবে বাংলাদেশ দল।  বিসিবির মিডিয়া ম্যানেজার রাবিদ ইমাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এরই মধ্যে দলের সঙ্গে যোগ দিয়েছেন বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। বিগ ব্যাশ টি ২০ লীগের খেলা শেষে অস্ট্রেলিয়াতেই ছিলেন সাকিব আল হাসান।

এদিকে জাতীয় দলের সঙ্গে যেতে না পারলেও এক দিন পর উড়াল দেয়া তামিম ইকবালও সোমবার পা রেখেছেন মেলবোর্নে। সেখানে চিকিৎসক ডেভিড ইয়াংয়ের কাছে মেডিকেল পরীক্ষা শেষে আগামীকাল তিনি দলের সঙ্গে যোগ দেবেন। সবকিছু ঠিকঠাক থাকলে ২৯ জানুয়ারি থেকে শুরু হবে তামিমের অনুশীলন।

বিশ্বকাপ শুরুর আগে মোট চারটি প্রস্তুতি ম্যাচে অংশ নেবে বাংলাদেশ। ৯ ফেব্রয়ারি পাকিস্তান ও ১২ ফেব্রয়ারি আয়ারল্যান্ডের বিপক্ষে দুটি আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ।

এমআর